
বচ্চন পরিবার
বলিউডের সবচেয়ে প্রভাবশালী পরিবার বচ্চন পরিবার। সম্পত্তির পরিমান প্রায় ২৮০০ কোটি রুপি। তবে আকাশে-বাতাসে এখন গুঞ্জন, ভেঙ্গে যাচ্ছে অমিতাভ-অভিষেক-ঐশ্বরিয়ার সংসার। প্রতিদিনই নতুন নতুন খবরের জন্ম দিচ্ছে বিগবির পরিবার।
এর আগে জানা গেছে, সম্পত্তি ভাগাভাগির আগেই বাড়ি ছেড়েছেন বচ্চন পরিবারের বধু সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন। গুঞ্জন চলছে সম্পত্তি নিয়েই মনোমালিন্য শুরু এই পরিবারে।
এতোবড় সম্পত্তির ভাগ কীভাবে হবে এমন প্রশ্ন অনেকের মনে। ছেলে কতটুকু পাবেন আর মেয়েই বা কতটুকু নিবেন। জানা গেছে বাবা অমিতাভ বচ্চন ছেলে মেয়ে দুজনকেই সমানভাগে ভাগ করে দিয়েছেন।
এরইমধ্যে মেয়ে শ্বেতা বচ্চনের নামে নিজের প্রথম বাংলো ‘প্রতীক্ষা’ লিখে দিয়েছেন অমিতাভ। এবার সম্পত্তির ভাগ নিয়ে মুখ খুললেন অভিনেতা।
সম্প্রতি এক অনুষ্ঠানে এসে বলিউড শাহেনশাহ জানান তার সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমান ভাগ করে দিয়েছেন। প্রথম থেকেই ছেলে-মেয়ের মধ্যে কোনও তফাত করেননি অমিতাভ। তাই সম্পত্তির ক্ষেত্রেও দুই সন্তান সমান ভাগ পেয়েছেন।
এবারের দীপাবলির উপহার হিসেবে অমিতাভ ‘প্রতীক্ষা’ বাংলোটি মেয়ের নামে লিখে দেন। যার বাজার মূল্য আনুমানিক ৫০ কোটি রুপি। শোনা যায়, এই বাংলোটি খুব পছন্দের ছিল তার পুত্রবধু ঐশ্বরিয়া রায়ের।
সেই পছন্দকে গুরুত্ব না দিয়ে বিগবি মেয়ে শ্বেতাকে দিয়েছেন ‘প্রতীক্ষা’। ভিট্টালনগর কোঅপারেটিভ হাউসিং সোসাইটির ‘প্রতীক্ষা’ মোট দুভাগে বিভক্ত। একটি ভাগ ৬৭৪ স্কোয়ার মিটারের এবং আরেকটি ভাগ ৮৯০.৪৭ স্কোয়ার মিটারের।
এটিই বিগবি-র প্রথম সম্পত্তি। তার বাবা-মা এর সঙ্গে এইখানেই বেড়ে ওঠা অভিনেতার। এই বাংলোটি ছাড়াও জুহুতে তিনটি বাংলো রয়েছে বচ্চনদের। তবে ছেলে অভিষেকের জন্য কোনটি বরাদ্দ করেছেন তা গোপন রেখেছে বচ্চন পরিবার।
এবি