ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বিমান সচিবের বাড়ি থেকে ভাড়াটিয়া দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৯, ৯ মে ২০২৫

বিমান সচিবের বাড়ি থেকে ভাড়াটিয়া দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার

ছবি: প্রতিকী

রাজধানীর শেওড়াপাড়ায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের বাড়ির ভাড়াটিয়া দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত একজনের নাম মরিয়ম বেগম (৬২), অপরজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা বিমান সচিবের বাড়িতে ২০ বছর ধরে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে মেট্রো স্টেশন সংলগ্ন পশ্চিম শেওড়াপাড়ায় ৬৪৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বি-১ ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।


বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (পিএস) শরীফ মুহম্মদ ফয়েজুল আলম জানান, বিমান সচিব শেওড়াপাড়া মেট্রো স্টেশন সংলগ্ন বাবার বাড়ির ৪র্থ তলায় থাকেন। ওই বাড়ির নিচতলায় ভেতর থেকে দরজা বন্ধ পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয় যে, ‘কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, তবে সেটা হত্যা না আত্মহত্যা তা বলতে পারছি না’।


ডিএমপির মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মিজানুর রহমান বলেন, দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। নিহত মরিয়মের মেয়ে নুসরাত জাহান দরজা খুলে মা ও খালার রক্তাক্ত লাশ দেখতে পান। নিহত দুজনের শরীরেই জখমের চিহ্ন রয়েছে। আমরা ঘটনার রহস্য জানার চেষ্টা করছি।


মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রুমন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যান। ঘটনাস্থল হতে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ করছে পুলিশ।

রবিউল

আরো পড়ুন  

×