
মোশাররফ করিম
নির্মাতা গোলাম সোহরাব দোদুলের ৫০টির বেশি নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম। এবার দোদুলের পরিচালনায় ওয়েব সিরিজে অভিনয় করলেন তিনি। আট পর্বের এই সিরিজের নাম ‘মোবারকনামা’। এটির এরইমধ্যে এটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র মোশাররফ করিম, যাকে মোবারক চরিত্রে দেখা যাবে। এটি মুক্তি পাবে ওটিটি হইচইয়ে। এতে মোশাররফ করিম ছাড়া আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, শাহনাজ সুমি প্রমুখ। সিরিজটি মোশাররফ করিম বললেন, ‘অভিনয়ের জায়গা থেকে দারুণ চরিত্র।
গল্পে দেখা যায়, একটা লোক জেতার পর বোঝে লোকটা হেরে গেছে। তার পর থেকে নিজের সঙ্গে নিজের লড়াই চলে। চলে অন্তর্দ্বন্দ্ব। এরপর সেখান থেকে বেরিয়ে আসার প্রাণান্ত চেষ্টা। সেখান থেকে আবার চূড়ান্তভাবে জিতে যাওয়ার গল্প। বেশ অন্য রকম লেগেছে।’