ঢাকা, বাংলাদেশ   সোমবার ১১ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রাহায়ণ ১৪৩০

কাজে ফিরলেন চিত্র নায়িকা পূর্ণিমা

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৯, ১ অক্টোবর ২০২৩

কাজে ফিরলেন চিত্র নায়িকা  পূর্ণিমা

.

বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা বেশ কয়েকমাস কাজ থেকে বিরতি নিয়েছিলেন। তার সর্বশেষ প্রকাশিত কাজ ছিল অমির ওয়েব সিরিজহোটেল রিল্যাক্স এতে অভিনয় করে দর্শকের ভালোবাসা আবারও সিক্ত হয়েছেন পূর্ণিমা। তবে এরপর আর নতুন কোনো কাজে দেখা যায়নি তাকে। অর্থাৎ পূর্ণিমা নতুন কোনো কাজ করেননি এবং তার কাজ শেষ হওয়া কোনো সিনেমাও মুক্তি পায়নি। বিগত কয়েকমাস নিজের মতো করেই সময় কাটিয়েছেন তিনি। তবে চলতি মাসের মাঝামাঝিতে পূর্ণিমা আবারো কাজে ফিরছেন। গেল দেড় বছর ধরে তিনি একটি প্রতিষ্ঠানের (ইভা ননস্টিকি কোকোনাট হেয়ার অয়েল) সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন।

এই পণ্যের ওভিসি (অনলাইন বিজ্ঞাপন)’তে মডেল হিসেবে কাজ করেছেন পূর্ণিমা। দেড় বছরের চুক্তি এরইমধ্যে শেষ হয়ে যাবার পর এরইমধ্যে আগামী আরও দুবছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পূর্ণিমা। চলতি মাসের মাঝামাঝিতে প্রতিষ্ঠানটির ইনহাউস পরিচালকের পরিচালনায় পূর্ণিমা নতুন ভিসির শূটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন। পূর্ণিমা বলেন, হোটেল রিল্যাক্সের পর বেশকিছু স্ক্রিপ্ট হাতে এসেছিল। কিন্তু সত্যি বলতে কী প্রচন্ড গরমে কাজ করার মুড ছিল না আমার। তাই কিছুটা দিন পরিবার নিয়েই ব্যস্ত ছিলাম। পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছি নিজের মতো করে। এরইমধ্যে এই প্রতিষ্ঠানের সঙ্গে দেড় বছরের চুক্তিও শেষ। তারা আবার দুবছরের জন্য নতুন করে আমাকে চুক্তিবদ্ধ করলেন।

এই মাসের ঠিক মাঝামাঝি সময়ে এই প্রতিষ্ঠানের ওভিসির শূটিংয়ে অংশ নেব। এরপর আসলে ভেবে দেখবো যে ভালো স্ক্রিপ্ট পেলে নতুন সিনেমা, নতুন নাটক কিংবা নতুন ওয়েবসিরিজে কাজ করা যায় কী না। পূর্ণিমা এরইমধ্যে শেষ করেছেন ছটকু আহমেদের পরিচালনায়আহারে জীবনসিনেমার কাজ। এতে তার বিপরীতে রয়েছেন ফেরদৌস। এছাড়াও শেষ হয়ে আছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিতজ্যামগাঙচিলসিনেমার কাজ।