ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

এবার বৃদ্ধের ওপর ক্ষেপলেন উরফি

প্রকাশিত: ১৭:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৩

এবার বৃদ্ধের ওপর ক্ষেপলেন উরফি

উরফি জাভেদ

উদ্ভট পোশাক পরিধান করে সর্বদা আলোচনায় থাকেন উরফি জাভেদ। এবার নতুন করে আবারও শিরোনামে এলেন তিনি। বিমানবন্দরে পোশাক নিয়ে উপদেশ দিতে গিয়েছিলেন এক বৃদ্ধ। আর তাতেই মেজাজ হারান তারকা।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ওই বৃদ্ধ উরফিকে বলেন, এই ধরনের পোশাকে তুমি দেশের সম্মানহানি করছ। এই কথা শুনেই মেজাজ হারান উরফি। বৃদ্ধকে চিৎকার করে বলতে থাকেন, এতে তোমার কী?

পরিস্থিতি বেগতিক দেখে উরফির সঙ্গে থাকা এক নারী তাকে টানতে টানতে দূরে নিয়ে যান। তখনো উরফির বিরক্তি কমেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। এ ঘটনায় বৃদ্ধের পক্ষে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকেই।

অবশ্য সমালোচনা নিয়ে কখনই মাথা ঘামাননি উরফি। নিজের আজব ফ্যাশন বজায় রেখেছেন তিনি। এখন আবার মাথার চুলের রং শকিং পিঙ্ক করে ফেলেছেন তিনি। সে যাই হোক, সবুজ রঙের পিঠখোলা পোশাক পরে বিমানবন্দরে গিয়েছিলেন উরফি যাচ্ছিল। তা দেখেই তাকে শুধরাতে বলেন ওই বৃদ্ধ। 

 

এস

×