
এফ এ প্রিতম
সুরকার ও কণ্ঠশিল্পী এফ এ প্রিতম। সংগীতাঙ্গনে এখন সুরকার হিসেবেই বেশি পরিচিত তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীদের জন্য নিয়মিত গান সুর করছেন। প্রিতমের আসল নাম মো. হানিফ। বৃহত্তর নোয়াখালীতেই জন্ম তার। ছোটবেলা থেকেই সংগীতকে নিজের ভেতর ধারণ করছেন বলে জানান। সম্প্রতি তার সুরে কণ্ঠশিল্পী তোসিবার ‘ওরে কালাচান’ গানটি দারুণ সাড়া ফেলে।
দেশের সীমানা ছাড়িয়ে ওপার বাংলাতেও গানটি বেশ প্রশংসিত হয়েছে। অডিও গানের বাইরে প্রিতম এখন মনোযোগী সিনেমার গানে। সর্বশেষ অনন্ত জলিলের ‘কিল হিম’ সিনেমায় ‘একটু একটু তোর প্রেমে’ শিরোনামের একটি গান তার সুরে প্রকাশ হয়েছে। জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’ ও মো. ইকবালের ‘রিভেঞ্জ’ ‘বিট্রে’ ও ‘ডেড বডি’ সিনেমার জন্যও গান করেছেন তরুণ এ সুরকার।
এফ এ প্রিতম বলেন, ‘সিনেমার গানের প্রতি আমার খুব বেশি আগ্র্রহ কাজ করে। এখানে সুর নিয়ে খেলা করা যায়। এরমধ্যে সিনেমায় যে গানগুলো করেছি তার সব কটার জন্য প্রযোজক-পরিচালকেরা প্রশংসা করেছেন। অডিও গানের বাইরে এখন নিয়মিত সিনেমার গান করছি। মুক্তির অপেক্ষায় থাকা কয়েকটি সিনেমায় আমার গান থাকছে।’ এদিকে বাংলাদেশী হিপ হপ গানের প্রতি তার অনেক দুর্বলতা বলেও জানান। প্রসঙ্গত, এফ এ প্রিতম ২০১৬ সাল থেকে ক্যারিয়ার শুরু করেন। তার প্রথম অ্যালবামের নাম ‘দূরত্ব সীমাহীন’।