
‘কাঠগোলাপ’ চলচ্চিত্রের একটি দৃশ্য
ভারতের চেন্নাইয়ের শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কাঠগোলাপ’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। সিনেমাটির প্রযোজক মো. ফরমান আলী জানিয়েছেন ‘কাঠগোলাপ’ মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। তিনি জানান, শনিবার ‘কাঠগোলাপ’ সিনেমাটি শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।
সিনেমাটির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা এবং দিলরুবা দোয়েল। অন্যান্য চরিত্র রূপ দান করেছেন একে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ।
অপূর্ণ রুবেলের কাহিনী ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে এটি। চিত্রগ্রহণে ছিলেন নাহিয়ান বেলাল। এর আগে ভারতের দিল্লিতে ১১তম জাগরণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি।