ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

জাওয়ান’নির্মাতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রকাশিত: ১৭:৪০, ১৭ সেপ্টেম্বর ২০২৩

জাওয়ান’নির্মাতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

জাওয়ান

‘জাওয়ান’-এর অভিনেত্রী প্রিয়মনণি নির্মাতা অ্যাটলি কুমারের বিরুদ্ধে  প্রতারণার অভিযোগ এনেছেন। প্রিয়মনণি পরিচালক অ্যাটলিকে বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেছেন । 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। শোনা গিয়েছিল, ‘জাওয়ান’-এ অতিথি শিল্পী হিসেবে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে দক্ষিণের মেগাতারকা থলপতি বিজয়কে। অতীতে অ্যাটলির সঙ্গে একাধিক কাজ করেছেন অভিনেতা। তাই অনেকেই এই গুঞ্জনকে সত্যি বলে ধরে নেন। 

অন্যদের মতো প্রিয়মণিও ভেবে বসেন, ছবিতে থলপতি বিজয় কোনও ক্যামিও চরিত্রে থাকবেন। বিজয়ের অভিনয়ের কথা শুনে উচ্ছ্বসিত ছিলেন প্রিয়মণি। অ্যাটলিকে অনুরোধ করেছিলেন, কিছু দৃশ্যে বিজয়ের সঙ্গে যেন অভিনয়ের সুযোগ দেওয়া হয় তাকে। পরিচালক প্রিয়মণির সেই আবদার মেনেও নেন। কিন্তু নিমেষে স্বপ্নভঙ্গ! ছবিতে কাজ করা হয়নি বিজয়ের। এরপরেই খানিক মজার ছলেই প্রিয়মণি বলেন, অ্যাটলি বিশ্বাসঘাতকতা করেছেন তার সঙ্গে।

এ ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে। এছাড়া আছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।

 

এস

সম্পর্কিত বিষয়:

×