ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

বাংলা গান নিয়ে আরও কাজ করতে চাই

এনআই বুলবুল

প্রকাশিত: ০১:০৬, ১৭ আগস্ট ২০২৩

বাংলা গান নিয়ে আরও কাজ করতে চাই

জামাল হোসেন

জামাল হোসেন- একাধারে কবি, গীতিকার এবং নাটক ও চলচ্চিত্র প্রযোজক। চলতি বছরে তার লেখা ইমরানের কণ্ঠে ‘ঘুম ঘুম চোখে,’ ‘ওরে জান’ এবং কোনাল-মিলনের কণ্ঠে ‘পাই না তোকে’ গানগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া গেল ঈদে তিনি রঙ্গন মিউজিকের ব্যানারে ‘প্রহেলিকা’ সিনেমাটি প্রযোজনা করেন। গান, নাটক ও সিনেমাসহ  নানা বিষয়ে কথা হলো তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন- এনআই বুলবুল

আপনি সরকারি কর্মকর্তা থেকে গানের জগতে এলেন কিভাবে?
সরকারি অনেক কর্মকর্তাই সংস্কৃতির সঙ্গে জড়িত ছিলেন এবং আছেন। আমি ছাত্রজীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত আছি। তখন থেকেই কবিতা লিখতাম। কবিতা থেকেই আমার গান লেখা শুরু হয়েছে। আমাদের কণ্ঠশিল্পী মুহিন আমার কিছু কবিতাকে গানে রূপান্তর করে। এর মধ্যে ক্লোজআপ ৬ তারকার এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য আমি ১০টি গান লিখি। ১০ জন ক্লোজআপ তারকা এই গানে কণ্ঠ দেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই গানগুলোর প্রশংসা করেন। এ বিষয়টি গান লেখার প্রতি আমার আগ্রহকে বাড়িয়ে দেয়। চলতে থাকে গানের খেয়া। এর মধ্যে ২০২০ সালে আমি চাকরি থেকেও অবসর নেই। এ অবসর সময়ে তখন নিজের সংস্কৃতি চর্চার জন্যই মূলত নিয়মিত গান লেখার বিষয়টি আমার ভেতরে জন্ম নেয়।
প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক গড়ে তোলার 
কারণ কি?
আমার গান লেখার প্রথম দিকে বিচ্ছিন্নভাবে অনেকের সঙ্গে কাজ করেছি। এর মধ্যে অনেক কিছু জানার সুযোগ হয়। আমার গানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই একটা প্রযোজনা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা দেখা দেয়। এ বিষয়ে কণ্ঠ শিল্পী মুহিন, চট্টগ্রামের মায়াবী ড্যান্স একাডেমির স্বত্ত্বাধিকারী হানিফ খন্দকার এবং আমার স্ত্রী শাহীন আক্তার ব্যাপক অনুপ্রেরণা জোগানÑ আমরা প্রতিষ্ঠা করি রঙ্গন মিউজিক। আসলে শুরুর দিকে গান লেখা ছিল নিতান্তই শখের বিষয়। কিন্তু ক্রমে এটি প্রাতিষ্ঠানিক রূপ নেয়। তবে তখনো গান নিয়ে বৈষয়িক চিন্তা মাথায় আসেনি। নতুন প্রজেন্মর শিল্পীদের মুখে মৌলিক গান তুলে দেওয়ার একটা আকাক্সক্ষা মনে জন্ম নেয়।
সিনিয়র শিল্পীদের নিয়ে কি তাহলে গান করছেন না?
নতুনদের নিয়ে কাজ শুরু করলেও সিনিয়র শিল্পীরা বাদ পড়ছেন না। এরই মধ্যে রঙ্গন মিউজিকে শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দি, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, এস আই টুটুল, আসিফ আকবর এবং ওপার বাংলার কুমার শানু, শুভমিতা, রূপঙ্কর, রঘব ও ইমন চৌধুরীসহ অনেকেই গান করেছেন। আরও কয়েকজন সিনিয়ির শিল্পীর গান প্রকাশের অপেক্ষায় আছে।
সিনেমা প্রযোজনায় কেন এলেন?
আমি হুমায়ূন আহমেদের ভীষণ ভক্ত। তার নাটক, সিনেমা দেখার পর আমার মনেও নাটক সিনেমা নিয়ে কাজ করার ইচ্ছে জাগে। সুযোগমতো সেটিই কাজে লাগালাম চয়নিকা চৌধুরী  ‘প্রহেলিকা’ সিনেমাটি প্রযোজনার মাধ্যমে। 
প্রযোজনায় অভিজ্ঞতা কেমন হলো?
বেশ মজার। আমি আগে ভাবতাম শূটিং শেষ তো সিনেমা শেষ। কিন্তু সিনেমা করতে গিয়ে দেখলাম শূটিং কিছুই না। একটা সিনেমার পোস্ট প্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার করা- এগুলো শূটিংয়ের চেয়ে অনেক বেশি জটিল ও সময়সাপেক্ষ।   
ভবিষ্যৎ পরিকল্পনা কি?
রঙ্গন মিউজিকের মাধ্যমে বাংলা গান নিয়ে আরও কাজ করতে চাই। একই সঙ্গে নিয়মিত নাটক করতে চাই। এ ছাড়া প্রথম সিনেমা প্রযোজনায় যে অভিজ্ঞতা হলো, যদি আবার সিনেমা করি এটিকে ভালোভাবে কাজে লাগাব।

×