ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

‘ভুলভাল’ ইংরেজি বলা নিয়ে এ কি জানালেন জায়েদ খান

প্রকাশিত: ১৮:২৭, ১৩ আগস্ট ২০২৩; আপডেট: ১৮:২৯, ১৩ আগস্ট ২০২৩

‘ভুলভাল’ ইংরেজি বলা নিয়ে এ কি জানালেন জায়েদ খান

জায়েদ খান।

নায়ক জায়েদ খানকে নিয়ে সমালোচনার যেন শেষ। সম্প্রতি ‘ভুলভাল’ ইংরেজি বলার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে তোপের মুখে পড়েছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জায়েদ খান।

এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘টানা ১৫ মিনিট ইংরেজি বললে টেন্স ভুল হতেই পারে। আমি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে আসিনি। আর সবচেয়ে বড় কথা হলো, ভাষা কেনো এসেছে? নিজের বক্তব্য অপরকে বোঝাতে পেরেছি কি না সেটাই মুখ্য।’

আরও পড়ুন >>  বিয়ে করলেন অপু বিশ্বাস! ফেসবুকে লিখলেন ‘গট ম্যারেড’

সমালোচকদের উদ্দেশে জায়েদ খান বলেন, ‘আসলে কিছু মানুষ আছে যারা অন্যকে টেনে নামানোর চেষ্টা করে। সেখানে আমি টানা ১৫ মিনিট ইংরেজি বলে গেলাম- সেটা পজিটিভলি দেখা উচিত ছিল। কিন্তু তা না করে তারা ভুল ধরছে। এরা আসলে অযোগ্য, অযোগ্যরা খুঁজে খুঁজে অন্যের ভুল বের করে।’

তিনি বলেন, ‘পাকিস্তানের ক্রিকেটার ইনজামামুল হক কোনো দিনও ইংরেজি বলতে পারেননি। তাকে প্রশ্ন করা হতো উর্দুতে। এসব ক্ষেত্রে অনেক জায়গায় দোভাষী থাকে। যারা ভাষা অনুবাদ করে দেয়। সেই জায়গায় আমি নিজেই ইংরেজি বলে গেছি।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফিরে ব্যস্ত হয়ে পড়েছেন বঙ্গবন্ধুর বায়োপিকসহ নানা কাজে। ‘মুজিব- একটি জাতির রূপকার’ সিনেমায় টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল বলরুমে ছবিটির সেন্সর সনদ হস্তান্তর করা হয়। ছবিটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।

আরও পড়ুন >>   মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এম হাসান

×