ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদের নাটক ‘চেকমেট’

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮, ৯ জুন ২০২৩

ঈদের নাটক ‘চেকমেট’

.

অনুপম দাসের রচনায় ঈদের জন্য নাটক নির্মাণ করলেন জামাল মল্লিক।চেকমেটনামক নাটকে জুটি বেঁধেছেন তানিয়া বৃষ্টি ইরফান সাজ্জাদ। নাটকটিতে রানী রকি চরিত্রে অভিনয় করেছেন এই জুটি।চেকমেটনাটকের গল্পে দেখা যাবে, গভীররাতে খানিক দূরে টহল দিচ্ছে পুলিশ। এরমধ্যেই একটি বাইকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাইকের পেছনে বসে থাকা যুবতী রানী কাঁদছে। পুলিশ ছুটছে ছিনতাইকারী ধরতে। তবে এরমধ্যেই রানী পুলিশের চোখ ফাঁকি দিয়ে একটি অপরাধ করে বসেন। অর্থাৎ ছিনতাইয়ের ঘটনা ছিল সাজানো। রানী আসলে অবৈধ ব্যবসার ঝানু খেলোয়াড়। তার এই চালানগুলো পৌঁছাতে সে বিভিন্ন পরিকল্পনা সাজায়।

এরমধ্যেই রানীর পরিচয় হয় রকির সঙ্গে। রকি পেশায় পকেটমার। রকিকে সঙ্গী করে রানী বস্তির ভেতর ছোট ছোট জুয়ার আসর, চোরাচালান সবকিছুই চালিয়ে যায়। এক সময় তারা পরস্পরের আরও কাছাকাছি চলে আসে। কিন্তু সেই সময় সব কারবারসহ রানী ধরা পড়ে পুলিশের কাছে। আর সেই পুলিশ হচ্ছে রকি। যে ছদ্মবেশে রানীর সঙ্গে পরিচয়  তৈরি করে। এভাবেই এগোবে নাটকের গল্প। নাটকটি প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, গল্পটি অনেক সুন্দর। আমাদের চোখের আড়ালে আনাচে-কানাচে যে ঘটনাগুলো ঘটে থাকে, সেসবেরই একটি চিত্র এই নাটকে দেখতে পাবেন দর্শক।

×