ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

ঊর্মিলার ‘পনেরো দিনের ছুটি’

প্রকাশিত: ০০:৪০, ৮ জুন ২০২৩

ঊর্মিলার ‘পনেরো দিনের ছুটি’

ঊর্মিলা শ্রাবন্তী

জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। আসছে ঈদের নাটকে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরইমধ্যে ঈদের জন্য ‘পনেরো দিনের ছুটি’ শিরোনামের একটি নাটকের শূটিং শেষ করেছেন অভিনেত্রী। এতে তাার সঙ্গে অভিনয় করেছেন আহসান হাবীব নাসিম। আরও দেখা যাবে কাজী সাইফুল ও তানভীর মাসুদসহ অনেককে। পারভেজ ইমামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স। ঊর্মিলা বলেন, ‘অনেক দিন পর একটা ভালো গল্পের নাটকে কাজ করলাম। এখানে আমার চরিত্রে গভীরতা আছে। পাশাপাশি শিল্পী সংঘের সভাপতি নাসিম ভাইয়ের সঙ্গে কাজ করা হলো এ নাটকে। সবকিছু মিলিয়ে উপভোগ্য একটি কাজ। আশা করছি দর্শক ঈদের আয়োজনে এই নাটকটিকে পছন্দ করবেন।’

×