ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

শেরপুরে ‘সূর্যদীর গল্প’ মঞ্চস্থ

​​​​​​​নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ২১:১৩, ১৯ মার্চ ২০২৩

শেরপুরে ‘সূর্যদীর গল্প’ মঞ্চস্থ

‘সূর্যদীর গল্প’ নাটকের একটি দৃশ্য

শেরপুরের সূর্যদী গণহত্যা নিয়ে নাটকসূর্যদীর গল্প মঞ্চস্থ হয় শনিবার রাতে। সূর্যদী উচ্চ বিদ্যালয় মাঠে নাটক মঞ্চায়নের আয়োজন করে শেরপুর জেলা পুলিশ। শেরপুরবাসীর কাছে এক ঐতিহাসিক স্মরণীয় দিন একাত্তরের ২৪ মার্চ। ওইদিন ভোরে পাক হানাদার বাহিনী সূর্যদী গ্রামে হামলা চালায়। এলাকার লোকজন কিছু বুঝে ওঠার আগেই হানাদার বাহিনী ছুড়তে থাকে এলোপাতাড়ি গুলি।

ওই সময় গ্রামের একটি ধানখেতে লুকিয়ে থাকা মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন দূর থেকেই ফাঁকা গুলি করতে থাকেন। গুলির আওয়াজ পেয়ে পাকবাহিনীরা লাইনে দাঁড় করানো লোকদের ফেলে রেখে ছুটে যায় তার সন্ধানে। পরে মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন সূর্যদী গ্রামের মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানকে একটি ধানখেতে নির্মমভাবে হত্যা করে পাকসেনারা। সেই সঙ্গে শহীদ হয় গ্রামের মোট ৪৯ জন। সেই ইতিহাস অবলম্বনে জেলা পুলিশের তত্ত্বাবধানে রচিত হয় নাটকসূর্যদীর গল্প অধ্যাপক শিব শংকর কারুয়া শিবুর নির্দেশনায় নাটকে ফুটে উঠে একটি সত্য ঘটনার উপস্থাপন।

×