ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিনেত্রী মাহিয়া মাহী গ্রেপ্তার

প্রকাশিত: ১২:২৭, ১৮ মার্চ ২০২৩; আপডেট: ১৪:০৫, ১৮ মার্চ ২০২৩

অভিনেত্রী মাহিয়া মাহী গ্রেপ্তার

চিত্রনায়িকা মাহিয়া মাহী

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সৌদি আরব থেকে দেশে ফেরার পর শনিবার (১৮ মার্চ) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

মাহিয়া মাহিকে দুইটি মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে। 

বিমান বন্দরে মাহিয়া মাহীতবে মাহির স্বামী রাকিব সরকার দেশে না ফিরে তিনি পলাতক জানিয়েছেন জিএমপির উপ কমিশনার আবু তওরাধ মো. শামসুর রহমান। গ্রেপ্তারকৃত মাহিকে বিমানবন্দর থেকে জিএমপির হেড কোয়ার্টারে নেয়া হচ্ছে। 

জিএমপি সহকারি কমিশনার আসাদুজ্জামান জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে শুক্রবার রাতে গাজীপুরের বাসন থানায় জমি দখল ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুইটি মামলা করা হয়। উভয় মামলায় মাহী ও তার স্বামী রাকিব সরকারকে আসামি করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বাসন থানার এসআই রোকন মিয়া।

ওই দুই মামলায় মাহিয়া মাহিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

 

 

এসআর

×