ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সালমানের পরিবারের আপত্তি, তবুও হইচইয়ে ‘বুকের মধ্যে আগুন’

প্রকাশিত: ১৩:৫৮, ৫ মার্চ ২০২৩; আপডেট: ১৬:২৩, ৫ মার্চ ২০২৩

সালমানের পরিবারের আপত্তি, তবুও হইচইয়ে ‘বুকের মধ্যে আগুন’

সালমান শাহ

‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজটি নিয়ে আপত্তি তোলেন প্রয়াত নায়ক সালমান শাহর পরিবার। তবুও সিরিজটি মুক্তি দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। সিরিজটির নির্মাতা তানিম রহমান অংশুকে পাঠানো হয়েছে আইনি নোটিস। 

বৃহস্পতিবার (২ মার্চ) রাতে আট পর্বের সিরিজটি মুক্তি দেওয়া হয়েছে। পর্বগুলোর নাম—ফিরে আসার গল্প, বন্ধু নাকি শত্রু, চেনা যখন অচেনা, স্নেহের ছলনা, উত্থান-পতন, প্রণয়ের পালাবদল, পতনের প্রস্তুতি, হত্যা নাকি আত্মহত্যা!কারো কারো মতে, এতে সালমান শাহর আদলে হাজির হয়েছেন ইয়াশ রোহান। তার স্ত্রীর (সামিরা) মতো দেখা গেছে তমা মির্জাকে। অন্যদিকে নায়কের মা নীলা চৌধুরীর মতো লেগেছে তানিয়া আহমেদকে, রাজনীতিক হুসেইন মুহম্মদ এরশাদের গেটআপে তৌকীর আহমেদ, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের অবয়বে তারিক আনাম খানকে। এ ছাড়াও গোয়েন্দা কর্মকর্তা গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বলা চলে, সালমান শাহ কেন্দ্রিক তৎকালীন সব চরিত্রকেই কাছাকাছি গেটআপে পর্দায় হাজির করিয়েছেন নির্মাতা।

সালমান শাহ’র মা নীলা চৌধুরী জানিয়েছেন, পত্র-পত্রিকার খবরে জেনেছি, ওয়েব সিরিজটি সালমানকে নিয়ে বানানো হয়েছে। এমনকি সিরিজের নামটাও সালমানের সিনেমা থেকে নেয়া। তার মৃত্যু নিয়ে ২৭ বছর ধরে মামলা চলছে। এখনও রায় হয়নি। এর মধ্যে কেন সিরিজটি নির্মাণ করা হচ্ছে? শুধু তাই নয়, এ বিষয়ে তারা আমাদের সঙ্গেও কোনো আলোচনা করেননি।

সালমান খুন হয়েছে, খুনের মামলা নিয়ে তামাশা করা যায় না। সিরিজে হত্যারহস্য না বলে মৃত্যুরহস্য বলা হচ্ছে। এতে আমাদের পারিবারিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে। ছেলে হত্যার বিচারের দাবিতে ২৭ বছর ধরে মামলা টানছি। কারও সিরিজের চিত্রনাট্য হওয়ার জন্য মামলা টানছি না।

বর্তমানে লন্ডনে আছেন সালমানের মা নীলা চৌধুরী।

 এসআর

×