ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

নতুন সিনেমায় জ্যোতিকা জ্যোতি

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ৬ ফেব্রুয়ারি ২০২৩

নতুন সিনেমায় জ্যোতিকা জ্যোতি

জ্যোতিকা জ্যোতি

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ‘আগুনের পাখি’ নামে সিনেমাটি নির্মাণ করবেন আউয়াল চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তিনি জানান, পরিচালক আউয়াল চৌধুরী একটা উপন্যাস থেকে ‘আগুনের পাখি’ সিনেমাটি নির্মাণ করছেন। তিনি আরও বলেন, শূটিং শুরু হবে চলতি বছরের মাঝামাঝি। শূটিং হবে ময়মনসিংহ ও ঢাকায়। এর আগেই শূটিং করব অন্য একটি নতুন সিনেমার। এখনই বলতে চাইছি না, খুব শীঘ্রই সেই বিষয়ে বলব। জ্যোতিকা জ্যোতি অভিনীত নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র একাধিক বিভাগ পুরস্কার পেয়েছে।
২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম সিনেমা ‘আয়না’ মুক্তি পায়। এরপর তিনি হুমায়ূন আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ সিনেমাতে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। পরে জ্যোতি অভিনীত তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’ ও আজাদ কালামের ‘বেদেনী’ চলচ্চিত্র দুটি মুক্তি পায়। জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ছিল ‘ব্রেক আপ’।

monarchmart
monarchmart