ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নতুন ধারাবাহিকে সাড়া পাচ্ছেন মাহা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৯, ৩০ জানুয়ারি ২০২৩

নতুন ধারাবাহিকে সাড়া পাচ্ছেন মাহা

.

বৃন্দাবন দাস রচিত ও সালাহ উদ্দিন লাভলু পরিচালিত চ্যানেল আইতে প্রচার চলতি নতুন ধারাবাহিক নাটক ‘ষন্ডা পান্ডা’তে অভিনয় করে বেশ সাড়া পাচ্ছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী মাহা। এই ধারাবাহিকে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন তিনি।
এক বছরেরও বেশি সময় আগে এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন মাহা। নাটকটি নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই চ্যানেল আইতে প্রচার শুরু হয়েছে। মাহা বলেন, এর আগে শ্রদ্ধেয় সালাহ উদ্দিন লাভলু ভাইয়ের পরিচালনায় খন্ড নাটকে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। এই ধারাবাহিকে চঞ্চল ভাইয়ের বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছি। আমি শুরু থেকেই চেষ্টা করেছি সর্বোচ্চ মনোযোগী থেকে অভিনয় করা। লাভলু ভাই অভিনয় ধরে ধরে শিখিয়ে দিয়ে ভীষণ সহযোগিতা করেছেন। তার কারণেই এবং সহশিল্পীদের ভীষণ আন্তরিকতার কারণেই এই নাটকে আমি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলাম। নাটকটির গল্প এবং প্রত্যেকের চরিত্রের কারণে আমার বিশ্বাস ছিল যে নাটকটি দর্শকের ভীষণ ভালো লাগবে। সেই ভাবনারই ফল পাচ্ছি এখন। দেশ-বিদেশ থেকে দর্শকের কাছ থেকে অনেক সাড়া পাচ্ছি। আগামীতেও আমি এই ধরনের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই। আর অবশ্যই নাটকের নাট্যকার শ্রদ্ধেয় বৃন্দাবন দাদার প্রতি আন্তরিক ধন্যবাদ এতো চমৎকার একটি রচনার জন্য। মাহা নিয়মিত অন্যান্য নাটকের কাজও করছেন। এদিকে সমসাময়িক বিষয় নিয়ে রম্য-বিদ্রুপাত্মক আয়োজন ‘টক মিষ্টি ঝাল’-এর এবারের অতিথি মাহা। আবু হেনা রনির উপস্থাপনায় বাংলাভিশনে এই পর্বটিতে মাহাকে দর্শক দেখতে পাবে আগামীকাল রাত ১১টা ২৫ মিনিটে। মাহার ইচ্ছে রয়েছে সিনেমাতে অভিনয় করার। ভালো গল্প এবং চরিত্র ব্যাটে বলে মিললেই তিনি সিনেমাতে অভিনয় করবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে গেল ২৩ ডিসেম্বর তিনি বিসিআরএয়ের সম্মাননা অনুষ্ঠানে নবাগত অভিনেত্রী হিসেবে মাহা শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা গ্রহণ করেন।

 

×