ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পণপ্রথার বিরুদ্ধে সোচ্চার হলেন দেবলীনা

প্রকাশিত: ১৮:৪৩, ২৪ জানুয়ারি ২০২৩

পণপ্রথার বিরুদ্ধে সোচ্চার হলেন দেবলীনা

দেবলীনা  

সমাজের বিভিন্ন স্তরে এখনও পণের মতো কুপ্রথার অভ্যাস করা হচ্ছে। বিষয়টা নিয়ে মুখ খুললেন দেবলীনা।

সময়ের সঙ্গে সমাজ এগোচ্ছে। কিন্তু মানুষের মানসিকতার বদল হয়তো ঘটছে না। এখনও সমাজের আনাচেকানাচে গোপনে বেঁচে রয়েছে পণপ্রথা! এবারে পণ নেওয়ার বিরুদ্ধে সোচ্চার হলেন অভিনেত্রী দেবলীনা কুমার।

সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেন দেবলীনা। তাঁর পোস্ট থেকেই জানা যায় সচ্ছল পরিবারে এখনও পণ নেওয়ার চল রয়েছে। তবে অভিনেত্রী বরপক্ষের পরিবারের নাম আড়ালেই রেখেছেন। দেবলীনা ফেসবুকে লিখেছেন, ‘‘আজকে শুনলাম আমার এক জন চেনা ছেলে নাকি বিয়ের জন্য পণ চেয়েছে। আজ্ঞে হ্যাঁ,... এই খোদ কলকাতাতে।’’ এরই সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘‘লজ্জাতে মাথা কাটা যাচ্ছে তোমাদের চিনি বলে।’’

এই প্রসঙ্গে দেবলীনা বললেন, ‘‘ওরা আমার পরিচিত। তবে ঘটনাটা আমি এক পরিচিতের মুখে শুনলাম। ভাবতেই খারাপ লাগছে যে, এখনও আমাদের চারপাশে শিক্ষিত পরিবারে এ রকম ঘটনা ঘটছে।’’ দেবলীনা পাত্রপক্ষের নাম খোলসা না করলেও জানালেন তাঁরা ইন্ডাস্ট্রির কেউ নন। আর বললেন, ‘‘ওরা কিন্তু দু’বছর সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল। তবে ভাল খবর এটাই যে শুনলাম মেয়েটি বিয়ে ভেঙে দিয়েছে।’’

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×