ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাট্যজন সম্মাননা পেলেন আসাদুজ্জামান নূর

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৮, ২ ডিসেম্বর ২০২২; আপডেট: ২২:৫১, ২ ডিসেম্বর ২০২২

নাট্যজন সম্মাননা পেলেন আসাদুজ্জামান নূর

.

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বার্ষিক নাট্যোৎসবে বিশেষ সম্মাননা পেলেন বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বৃহস্পতিবার ৮ দিনব্যাপী ১৬তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে নাট্যজন সম্মাননা প্রদান করা হয়।
এর আগে নাট্যোৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান।
ইতোপূর্বে এই বিশেষ সম্মাননা পেয়েছেন সেলিম আল দীন, ফেরদৌসী মজুমদার, সৈয়দ শামসুল হক, আলী যাকের, আতাউর রহমান ও রামেন্দু মজুমদার।
উল্লেখ্য, ৮ দিনব্যাপী এই নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিভাগীয় শিক্ষার্থীদের পরিবেশনায় দুটি করে নাটক মঞ্চস্থ হবে।

 

×