ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামাল হোসেনের কথায় বিশ্বকাপের গান

প্রকাশিত: ১৩:৫০, ২৬ নভেম্বর ২০২২; আপডেট: ১৭:৫০, ২৬ নভেম্বর ২০২২

জামাল হোসেনের কথায় বিশ্বকাপের গান

পোস্টার

কাতারে ২০ নভেম্বর থেকে শুরু হলো ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট। বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ উত্তেজনা। বাংলাদেশেও পছন্দের দল ও খেলোয়াড়দের ভক্ত রয়েছেন। কেউ সমর্থন করছেন আর্জেন্টিনা, কেউবা ব্রাজিল। সংগীতশিল্পীরাও তাদের পছন্দের দল ও খেলোয়াড়দের নিয়ে গান করছেন। 

এরইমধ্যে সংগীতশিল্পী মুহিন ও ঝিলিকের কণ্ঠে প্রকাশ হয়েছে ‘ছুটছে মেসি ছুটছে নেইমার’ শিরোনামের  একটি গানের মিউজিক ভিডিও। এটি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

জামাল হোসেনের কথায় বিশ্বকাপের এ গানটির সুর ও সংগীতপরিচালনা করেছেন মুহিন নিজেই। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গীতিকার জামাল হোসেন বলেন, সারা বিশ্ব এখন বিশ্বকাপ উন্মদনায় ভাসছে। আমরাও এর বাইরে নয়। আমাদের প্রত্যেকের পছন্দের দল ও খেলোয়াড় আছে। বিশ্বকাপের এ উত্তেজনা আরও রঙ্গিন করে তুলছে আমাদের এ প্রয়াস। 

মুহিন ও ঝিলিক বলেন, ফুটবল প্রেমিদের কাছে এ গানটি ভালো লাগবে বলে আশা করছি। যারা ফুটবল খেলাকে এনজয় করেন এ গানটি তাদের মন ছুঁয়ে যাবে। জামাল ভাই মেসি ও নেইমারকে নিয়ে দারুণ ভাবে গানটির কথা সাজিয়েছেন।

এসআর

×