ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

পূজায় চম্পা বণিক

-

প্রকাশিত: ০০:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ১৪:০১, ১ অক্টোবর ২০২২

পূজায় চম্পা বণিক

চম্পা বণিক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অডিও ভিজ্যুয়াল প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক প্রকাশ করছে দুই গানচিত্র। গান দুটি হলো- ‘এলো শারদা’ ও ‘আপন হাতে’। দুটি গানের কথা লিখেছেন জামাল হোসেন। সুর ও সঙ্গীতপরিচালনা  করেছেন উজ্জ্বল সিনহা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এরমধ্যে ‘এলো শারদা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন চম্পা বণিক। তিনি এর গানচিত্রেও অভিনয় করেছেন। তার ভাষ্য, উৎসবে শ্রোতারা যে ধরনের গান শুনতে ও দেখতে পছন্দ করেন এটি তেমন গান। গানটির কথাতে শ্রোতারা মুগ্ধ হবেন।

চিত্রায়নেও নতুনত্ব পাবেন বলে আশা করছি। অপর গান ‘আপন হাতে’ কণ্ঠ প্রদান এবং গানচিত্রে অভিনয় করেছেন রন্টি দাস। এ গানটি প্রসঙ্গে তিনি বলেন, উৎসব আমাদের সার্বজনীন। এ সময়ে শ্রোতারাও নতুন গানের অপেক্ষায় থাকেন। আমার এ গানটির কথা ও সুর শ্রোতাদের মনে দাগ কাটবে। এখন আর আগের মতো অনেকগুলো গান একসঙ্গে প্রকাশ হয় না।  তাই যে গানটি করি সেটির কথা ও সুর সব মনে হলেই করছি।

×