ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাফা’র নবীনবরণ অনুষ্ঠান

প্রকাশিত: ১৬:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০২২

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাফা’র নবীনবরণ অনুষ্ঠান

সাংস্কৃতিক অনুষ্ঠান

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিদ্যাপীঠ বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস(বাফা) এর গুলশান বাড্ডা শাখায় নবীনবরণ অনুষ্ঠিত হয়। জুলাই সেশনে যে সকল ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে তাদেরকে বরণ করা নিয়েই এ আয়োজন। 

বাফার পুরনো ছাত্রছাত্রীরা নতুন ছাত্র-ছাত্রীদের কে স্বাগত জানায় ও ফুল দিয়ে বরণ করে নেয়। নাচ গান আবৃত্তি তে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। নতুন ও পুরনো ছাত্র-ছাত্রীদের মিশেলে এই নবীন বরণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এছাড়াও বাফার শিক্ষক-শিক্ষিকাদের পরিবেশনাও ছিল। ভারত থেকে আগত আমন্ত্রিত তবলা শিল্পী ভোলানাথ নট্টের সঙ্গে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন বাফা গুলশান বাড্ডা ব্রাঞ্চ এর উচ্চাঙ্গের শিক্ষক পন্ডিত পঙ্কজ বসু। 

অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফার সভাপতি হাসানুর রহমান বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেইজক্যাম্প গ্রামার স্কুলের চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান তালুকদার।  

এমএস

×