ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রত্যয় বড়ুয়ার কণ্ঠে ‘পুরনো সকাল’

-

প্রকাশিত: ০০:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২২

প্রত্যয় বড়ুয়ার কণ্ঠে ‘পুরনো সকাল’

প্রত্যয় বড়ুয়া

প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী প্রত্যয় বড়ুয়া। ‘পুরনো সকাল’ শিরোনামে একটি গান নিয়ে আসছেন তিনি। ‘ঘুম থেকে জেগে দেখি, উঠোনে দাঁড়িয়ে আমার পুরনো সকাল’ কথা মালায় গানটি লিখেছেন শাকির দেওয়ান। সুর করেছেন প্রয়াত আতিকুর রহমান। সঙ্গীতায়োজন করেছেন কলকাতার সৌরভ বাবাই চক্রবর্তী। প্রবাদপ্রতিম সঙ্গীতব্যক্তিত্ব আতিকুর রহমানকে উৎসর্গ করা গানটি শিগগিরই জি সিরিজের ব্যানারে ভিডিও আকারে প্রকাশ পাবে। গানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন গীতিকার ও সুরকার হাবিব মোস্তফা। প্রত্যয় বড়ুয়া বলেন, এই গানটি আমার একটি স্বপ্নের মতো।

গানে আমার হাতেখড়ি আমার বাবার কাছে হলেও, অনল চ্যাটার্জির কাছে আমি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছি। দীর্ঘদিন ধরে আমি কলকাতা ও বাংলাদেশের বিভিন্ন শিল্পীদের গান নিজের কণ্ঠে ধারণ করেছি। তবে মৌলিক গান করতে এসে বেশ সতর্ক ছিলাম। ‘পুরনো সকাল’ গানটির সঙ্গে দুজন সঙ্গীত সাধকের নাম জড়িয়ে আছে। গুরু শাকির দেওয়ান ও প্রয়াত আতিকুর রহমান- তারা স্ব স্ব ক্ষেত্রে কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব। তাদের একটি সৃষ্টিকর্ম আমার কণ্ঠে ধারণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

×