ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাওয়ার শালিক বিতর্কে মুখ খুললেন পরিচালক

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৩, ১৯ আগস্ট ২০২২

হাওয়ার শালিক বিতর্কে মুখ খুললেন পরিচালক

মেজবাউর রহমান সুমন

সমুদ্র, পানি, সম্পর্ক ও প্রতিশোধের গল্পের হাওয়াসিনেমা চতুর্থ সপ্তাহে চলছে ৫৬টি সিনেমা হলেছবিটি নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমনহাওয়ার একাধিক দৃশ্যে একটি শালিক পাখিকে খাঁচাবন্দী করে রাখার দৃশ্য রয়েছেএছাড়া ছবিটির প্রধান চরিত্র চানমাঝি পাখির মাংস খাচ্ছেন দেখানো হয়েছেতাই ছবিটির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগ তুলে পরিচালক সুমনের বিরুদ্ধে মামলা দায়ের হয়এ নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে দেশের বেশিরভাগ শিল্পী-নির্মাতা বিস্ময় আর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন

রীতিমতো প্রতিবাদের ঝড় উঠেছিলতবে সেই ঝড় আপাতত থামালেন অভিযুক্ত নির্মাতা নিজেইবললেন, মামলার সাক্ষী শালিক পাখিবোঝাতে চাইলেন, শূটিং শেষে পাখিটিকে যে তিনি পরম মমতায় ছেড়ে দিয়েছেন সেটার বড় সাক্ষী তো শালিক নিজেই

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে সুমন তার সোশ্যাল হ্যান্ডেলে চলমান শালিক বিতর্ক আর মামলা প্রসঙ্গে বিস্তারিত মুখ খোলেনবলেন, নির্মাতা হিসাবে আমি এটুকুই বলতে চাই, ‘হাওয়ার পাখিটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে আর এই নির্মাণের জন্য যে সিনেমাটিক রিয়্যালিটি তৈরি করতে হয়েছে সেটা সত্য নয়ছবির শুরুতে ডিসক্লেইমারে আমরা সুস্পস্টভাবে উল্লেখ করেছি সেটাপাখিটির দৃশ্য ধারণের পর আমরা তাকে প্রকৃতিতে মুক্ত করে দিয়েছিলামআর নৌকায় যে উড়িয়ে দেয়ার দৃশ্য দেখিয়েছি সেটা কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে নির্মাণ করা

আর চানমাঝি যে তার প্রিয় পাখিটিকে খেয়ে ফেলে সেটা কি শুধু ভোগ ? নাকি সমাজের ভেতর জমতে থাকা হিংস্রতা ? আর আমি শুধু ওই বোধটাকেই ইঙ্গিত করেছি আর সেটা নির্মাণ করেছি সিনেমার ভাষার ভেতর দিয়েসুমন শেষটা করেন এই বলে, ‘পৃথিবী সর্বপ্রাণের হোক

×