
.
বাংলাদেশ মিউজিশিয়ান্স ফাউন্ডেশনের (বিএমএফ) নির্বাচন আগামীকাল শনিবার। রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ চলবে।
নির্বাচন উপলক্ষে এক সংবাদ সম্মেলন হয় জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপুরে। এতে বিএমএফের আহ্বায়ক মনোয়ার হোসেন টুটুল বলেন, নতুন প্রজন্মের শিল্পীদের নেতৃত্বে আনতে এ নির্বাচন ভূমিকা রাখবে। সঙ্গীত অঙ্গনের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন নেতৃৃত্ব ভূমিকা রাখবে। নির্বাচনে সভাপতি পদে একক প্রার্থী গাজী আব্দুল হাকিম ও সহ-সভাপতি পদে একক প্রার্থী হয়েছেন চন্দন দত্ত। এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দুজন ডালিম কুমার বড়ুয়া ও জয়দেব কর্মকার। বিএমএফ নির্বাচন কমিশনের প্রধান কমিশনার দেশের বরেণ্য সঙ্গীতশিল্পী রফিকুল আলম এবং সদস্য কমিশনার হিসেবে আছেন সঙ্গীত পরিচালক মানাম আহমেদ এবং সঙ্গীত পরিচালক আনিসুর রহমান তনু।
এই নির্বাচনে কমিটির কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৫ আগস্ট, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ছিল ১৭ আগস্ট। মনোয়ার হোসেন টুটুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আব্দুল হাকিম, চন্দন দত্ত, ডালিম কুমার বড়ুয়া ও জয়দেব কর্মকার।