ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামাল হোসেনের গানে তারা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৬, ১৬ আগস্ট ২০২২

জামাল হোসেনের গানে তারা

কণ্ঠশিল্পী মিলন ও সোমনূর মনির কোনাল

কয়েকদিন আগেই প্রকাশ হয়েছে গীতিকবি জামাল হোসেনের কথায় ইমরানের ঘুম ঘুম চোখেগানের মিউজিক ভিডিওএরইমধ্যে গানটি দর্শক শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছেসেই গানের রেশ না কাটতেই এবার ইমরান একই গীতিকবির পাইনা তোকেশিরোনামের নতুন একটি গানের সুর ও সঙ্গীত পরিচালনা করলেনতবে এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন চলতি সময়ের কণ্ঠশিল্পী মিলন ও সোমনূর মনির কোনাল

এ গানের মধ্য দিয়ে তারা দুজন প্রথমবার একসঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেনপ্রথমবার এই কোনালের সঙ্গে গাইতে পেরে দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হলো বলে জানালেন মিলনতিনি বলেন, ‘পছন্দের শিল্পী ছাড়া একসঙ্গে খুব একটা ডুয়েট গান করা হয় নাবরাবরই আমি বিষয়টা গুরুত্ব দেইদীর্ঘদিন ধরে কোনাল আপুর সঙ্গে গান করার ইচ্ছা ছিলকিন্তু ভাল গান তেমন একটা পাচ্ছিলাম নাঅপেক্ষায় ছিলাম এমন একটা গানের, যে গানের কথা, সঙ্গীত, সুর শুনে কোনাল আপুকে অনুরোধ করবঅবশেষে ইমরান ভাইয়ের সুর-সঙ্গীতে গানটি করলামআমি খুবই খুশি ডুয়েটে কোনাল আপুর সঙ্গে গাইতে পেরেআমার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হলোকোনাল বলেন, কিছুদিন আগে যখন একসঙ্গে গান করার প্রস্তাব দিল, তখন আর না করতে পারিনিকারণ, গানটির সবকিছুই আমার কাছে ভাল লেগেছে, তাই কণ্ঠ দিয়েছি

বিভিন্ন সময় দেখা যায়, গানের সুর ভাল হলেও কথাগুলো মনমতো হয় নাআবার সঙ্গীতায়োজন হয়ত যেমন চেয়েছি, তেমনটা হয়নিসার্বিক দিক বিবেচনায় এবার সবকিছুই মিলে গেছেআশা করছি দর্শক-শ্রোতাদেরও ভাল লাগবেগীতিকার বলেন, আমি চেষ্টা করেছি শ্রোতাদের জন্য নতুন কিছু কথায় একটি গান করতেযারা আমার লোক গান শোনেন তারা হয়ত প্রতিটি গানেই আমি ভিন্নতা রাখার চেষ্টা করেছি

×