ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

১৫ আগস্টকে কেন্দ্র করে নির্মিত দুই কাহিনী চিত্র

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:০২, ১৩ আগস্ট ২০২২

১৫ আগস্টকে কেন্দ্র করে নির্মিত দুই কাহিনী চিত্র

‘আমি মায়ের কাছে যাবো’কাহিনী চিত্রের একটি দৃশ্য

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডএদিন সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়দিনটিকে মাথায় রেখে দুটি কাহিনীচিত্র নির্মাণ হয়েছে সহিদ রাহমানের লেখা মহামানবের দেশেগ্রন্থ অবলম্বনেযার মধ্যে একটির নাম আমি মায়ের কাছে যাবো’, অপরটি একজন কফিলুদ্দিন

গল্পকার সহিদ রাহমান জানান, পঁচাত্তরের ১৫ আগস্টের কালরাতে বঙ্গবন্ধুর ছোট ছেলে শিশু রাসেলকে যখন হত্যা করা হয়, তখন তার বয়স ছিল মাত্র ১০ বছরইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলনিষ্পাপ ও নিরপরাধ এই শিশুকে হত্যা করতে সেদিন ঘাতক খুনীদের বুক কাঁপেনিমায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, তা মানব ইতিহাসের অন্যতম মর্মস্পর্শী হত্যাকাণ্ড হয়ে থাকবেমৃত্যুর আগে শিশু শেখ রাসেলের কান্নাজড়িত কণ্ঠে শেষ কথা ছিল, ‘আমি মায়ের কাছে যাবোসেই গল্পই দেখা যাবে এই কাহিনীচিত্রেঅন্তর রহমান ও মোহাম্মদ ফরিদ উদ্দিনের পরিচালনায় এতে অভিনয় করেছেন, তারিন জাহান, ফজলুর রহমান বাবু, সাবেরী আলম, সাবিহা জামান, শিশুশিল্পী দিহান ও সানজিদ১৫ আগস্ট রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে এটি

অপর কাহিনীচিত্র একজন কফিলুদ্দিন’-এর নাট্যরূপ দিয়েছেন বিদ্যু রায়পরিচালনা করেছেন সুমন ধরএর গল্প সত্তরোর্ধ কফিলুদ্দিনকে নিয়ে, যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অকৃত্রিম ভালবাসার দৃষ্টান্ত স্থাপন করে ২৬ বছর ধরে খালি পায়ে, কালো পোশাক ও কোনও প্রাণীর মাংস না খেয়ে জীবনযাপন করছেন১৫ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে কাহিনী চিত্রটি

×