ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সজল-স্নিগ্ধার ‘সুবর্ণ ভূমি’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৯, ৮ আগস্ট ২০২২

সজল-স্নিগ্ধার ‘সুবর্ণ ভূমি’

স্নিগ্ধা ও সজল

মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমা সুবর্ণ ভূমিপরিচালনা করেছেন জাহিদ হোসেনএতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধাএর আগে একই পরিচালকের সোনার চরসিনেমায় অভিনয় করেন স্নিগ্ধাএতে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমায় অভিষেক তারসুবর্ণ ভূমিসিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য পরিচালকেরইএতে সজল অভিনয় করেছেন মুক্তিযোদ্ধা কুদরত চরিত্রে, যিনি মূলত একজন লেখক এবং যিনি সুবর্ণ ভূমিনামের একটি উপন্যাস লিখেছিলেন মুক্তিযুদ্ধের সময়ের সব রকমের ঘটনাগুলো নিয়েএই সিনেমাতেই সজলের বিপরীতে নূরী চরিত্রে অভিনয় করেছেন স্নিগ্ধাপ্রথমবারের মতো এত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত স্নিগ্ধা

সজল বলেন, মুক্তিযুদ্ধের গল্প আমাকে ভীষণ রকম টানেনয় মাসের যুদ্ধে অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতাতাই কোন কাজের মাধ্যমে যদি আমাদের মহান মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদের সম্মান, শ্রদ্ধা, ভালবাসা জানানো যায়, তাহলে সেই সুযোগ আমি হাতছাড়া করতে চাই নাজাহিদ হোসেন ভাই একজন গুণী নির্মাতাঅনেক যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেননির্মাণের আগেই তার কাছে সিনেমার গল্পটি একেবারে ছককাটাএকটা দৃশ্য শেষে তিনি যখন আমার মাথায় হাত দিয়ে বলতেন ভাল করেছ, আমার কাছে মনে হতো এটাই একটা বিশাল প্রাপ্তিআমি মনে করি, এটা আমার জন্য আশীর্বাদ

স্নিগ্ধা নতুন হিসেবে ভাল করার চেষ্টা করেছেতার জন্য শুভ কামনাস্নিগ্ধা বলেন, জাহিদ হোসেন স্যার আমাকে সিনেমাতে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন, এটাই আসলে আমার জন্য ছিল অনেক বড় প্রাপ্তিসোনার চর’, তারপর সুবর্ণ ভূমিপরপর দুটি সিনেমায় একই টিমের সঙ্গে কাজ করে আমার কাছে ভীষণ ভাল লেগেছে এ কারণেই যে, নতুন হিসেবে আমি প্রত্যেকের অনেক সহযাগিতা পেয়েছিনূরী চরিত্রে অভিনয়ের সুযোগ আমার চলচ্চিত্র জীবনের জন্য সত্যিই অনেক বড় পাওয়াসজল ভাই অনেক গুণী একজন শিল্পী, তিনিও আমাকে যে সহযোগিতা করেছেন প্রতি মুহূর্তে, তার প্রতিও আমি কৃতজ্ঞ

সর্বোপরি আমি স্নিগ্ধা নিজেকে নূরী চরিত্রে যথাযথভাবে উপস্থাপনের জন্য আমার নিজেরও আন্তরিক চেষ্টা ছিল প্রবলসিনেমাটি মুক্তির প্রতীক্ষায় আছিপরিচালক জানান, সিনেমার সব কাজ প্রায় শেষের দিকেশীঘ্রই সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেয়া হবেআর আগামী বিজয়ের মাসেই সিনেমাটি মুক্তি দেয়ার প্রবল ইচ্ছে রয়েছে সিনেমার প্রযোজক এবং পরিচালকের

×