ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

‘প্রাণ চায় চক্ষু না চায়’ অনুষ্ঠানে দেবলীনা সুর

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৫, ৫ আগস্ট ২০২২; আপডেট: ১৪:৪৮, ৬ আগস্ট ২০২২

‘প্রাণ চায় চক্ষু না চায়’ অনুষ্ঠানে দেবলীনা সুর

.

রবীন্দ্র কাব্যে মৃত্যু এসেছে বিভিন্নভাবেরবীন্দ্রনাথ জীবদ্দশায় মৃত্যুকে জয় করেছেন বারবারমৃত্যুবন্দনা করেছেন তিনি এভাবে মরণ রে, তুঁহু মম শ্যাম সমানমেঘবরণ তুঝ, মেঘ জটাজুট ! রক্ত কমলকর, রক্ত-অধরপুট, তাপ বিমোচন করুণ কোর তব মৃত্যু-অমৃত করে দান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান প্রাণ চায় চক্ষু না চায়অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী দেবলীনা সুরঅনুষ্ঠান সঞ্চালনা করবেন শিমুল মুস্তাফাকোরাস আবৃত্তি পরিবেশনায় থাকবে আবৃত্তিদল বৈকুণ্ঠ

অনুষ্ঠানে অতিথি উপস্থাপকের সঙ্গে আলাপচারিতায় থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি হয়ে ওঠা, কবিতা, গল্প রচনার প্রেক্ষাপটআরও থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গবেষণাসহ নানা জানা-অজানা প্রসঙ্গএই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন দেবলীনা সুরএছাড়া আরও থাকছে শিমুল মুস্তাফার কবিতা আবৃত্তি এবং বৈকুণ্ঠর পরিবেশনায় কোরাস আবৃত্তি

অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আজ (৬ আগস্ট) শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটেঅনুষ্ঠানটি প্রযোজনায় রফিকুল ইসলাম ফারুকী

 

×