ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

মেহেদী হাসিবের ইনফিনিটি

প্রকাশিত: ২৩:২৫, ২৪ জুলাই ২০২০

মেহেদী হাসিবের ইনফিনিটি

সংস্কৃতি ডেস্ক ॥ পবিত্র ঈদ উল আজহাকে উপলক্ষ করে দক্ষ নির্মাতা মেহেদী হাসিব নিয়ে আসছেন ওয়েব সিরিজ ইনফানিটি। ফর্মুলার বাইরে গিয়ে একদম নতুন এবং ফ্রেশ কনটেন্ট ও কনসেপ্ট নিয়ে নির্মিত একটি ভিন্নধর্মী ওয়েব সিরিজ ‘ইনফিনিটি’। এর আগে বেশ কিছু জনপ্রিয় বিজ্ঞাপন পরিচালনা করলেও এবার আন্তর্জাতিক মানের ভিএফএক্স নিয়ে হাজির হচ্ছেন মেহেদী হাসিবের ডট থ্রি প্রোডাকশন ও স্টুডিও মনস্টার। বাজেট স্বল্পতার জন্যই আমাদের দেশে ভিএফএক্সের এমন কাজ নাটকে আগে দেখা যায়নি, যেহেতু ভিএফএক্স এনিম্যাশন হাউস ‘স্টুডিও মনস্টার’ মেহেদী হাসিবের ইনহাউস স্টুডিও, তাই এর বিশেষ সহযোগিতায়, চোখ ধাঁধানো এ্যাকশন দৃশ্য, গান ফাইটসহ অন স্ক্রিন বিভিন্ন ভিএফএক্স এর কাজের দেখা মিলবে ‘ইনফিনিটি’ ওয়েব সিরিজে, যা বাংলাদেশের দর্শকদের কাছে ভাল লাগবে বলে তিনি আশাবাদী। তিনি আরও জানান, গল্পের প্রয়োজনে ও চিত্রনাট্য বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার প্রয়োজনে বানাতে হয়েছিল ৫টি ভিন্ন ভিন্ন ব্যতিক্রমধর্মী সেট সেই সঙ্গে একটি বিশাল ক্রোমা সেট! বাজেট ও পরিপার্শ্বিকতার সমন্বয় ঘটাতে, ১৭টি ভিন্ন ভিন্ন জোনে ৭ পর্বের ইনিফিনিটি ওয়েব সিরিজটির শূটিং শেষ করতে হয়েছিল মাত্র ৭ দিনেই যার মধ্যে কয়েকদিন একটানা ২০ থেকে ২২ ঘণ্টা শূটিং করতে হয়! কেন্দ্রীয় চরিত্রে শরীফুল রাজের সঙ্গে আরও ছিলেন অভিনেত্রী মুনতাহিনা টয়া, বিশিষ্ট অভিনেতা ও পরিচালক সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, মাসুম বাশার, আমীরুল ইসলামসহ অনেকেই! মেহেদী হাসিবের পরিচালনা, মূলভাবনা এবং গল্পে সিরিজটির স্ক্রিপ্ট রেডি করেছেন ম্যাক্স রহমান এবং ক্যামেরায় ছিলেন ডিওপি রাজু রাজ। এই ওয়েব সিরিজের এক্সিকিউটিভ প্রডিউসারের দায়িত্বে ছিলেন, মাসুদুল হাসান, এক প্রশ্নের জবাবে সে জানান, গল্প, প্লট, পারফেক্ট কাস্টিং, সেট, আধুনিক ভি এফ এক্স, মিউজিক সবকিছুর চমৎকার সমন্বয় করে বানানো হয়েছে ‘ইনফিনিটি’ ওয়েব সিরিজটি, আশা করি দর্শকেরা নতুন কিছু দেখতে পাবে! ক্রিয়েটিভ পরিচালক হিসেবে আছেন পনি আবেদিন এছাড়া উনি কসটিউম ডিজাইন ও করিওগ্রাফিতে ছিলেন। অপূর্ব রানা এবং ম্যাক্স রহমান আছেন সহকারী পরিচালক হিসেবে! সাত পর্বের আপকামিং এই একশ্যান থ্রিলার ওয়েব সিরিজ ‘ইনফিনিটি’ এর প্রতিটি এপিসোডের দৈর্ঘ্য ২০ মিনিট। মোশন রক এন্টারটেনমেন্টের সার্বিক তত্ত্বাবধানে ও ডট থ্রি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘ইনফিনিটি’ ওয়েব সিরিজের প্রথম সিজন আগামী মাসেই দর্শকদের রিলিজ দেয়া হচ্ছে।

শীর্ষ সংবাদ:

আইরিশদের কাছে হেরে টাইগারদের স্বপ্নভঙ্গ
রাজধানী থেকে ৪ ডাকাত গ্রেপ্তার
টস জিতে বোলিংয়ে গুজরাট
জবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি
ক্ষমতায় আসতে পারবে না নিশ্চিত হয়ে অন্য পরিকল্পনায় বিএনপি :আ ক ম মোজাম্মেল হক
রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও বর্তমানে কমে এসেছে
দমন-পীড়নে ক্ষতবিক্ষত গণতান্ত্রিক অধিকার :মির্জা ফখরুল
একদিনে করোনায় আক্রান্ত আরও ৫
বাংলাদেশে খাদ্যের অভাব নেই :শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ আইপিএলের উদ্বোধনী ম্যাচ
আওয়ামী লীগের যৌথ সভা শনিবার
বাংলাদেশ থামল ১২৪ রানে
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
বগুড়ায় ১১০ কেজি গাঁজাসহ পিকআপভ্যান আটক
ট্রাম্পকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করা হতে পারে
দেশে ৮৫ হাজার নার্স কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী
আগারগাঁও থেকে উত্তরা মেট্রোরেলের সব স্টেশন চালু
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ