ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঢাকা মৌলিকের ‘বৃত্তে বিপ্রতীপ’ নাটকের অষ্টম মঞ্চায়ন

প্রকাশিত: ০৬:৩৭, ২৫ এপ্রিল ২০১৭

ঢাকা মৌলিকের ‘বৃত্তে বিপ্রতীপ’ নাটকের অষ্টম মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মৌলিক নাট্যদলের প্রথম প্রযোজনা ‘বৃত্তে বিপ্রতীপ’ নাটকের অষ্টম মঞ্চায়ন হবে আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায়। দল সূত্রে জানা গেছে আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির অষ্টম মঞ্চায়ন হবে। এর আগে নাটকটির ৭টি প্রদর্শনী হয়েছে। ‘বৃত্তে বিপ্রতীপ’ নাটকটি রচনা করেছেন দেশের জনপ্রিয় নাট্যকার শহিদুল হক খান শ্যানন। নির্দেশনা দিয়েছেন ঢাকা মৌলিক নাট্যদলের দলপ্রধান সাজু আহমেদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন অলি উল্লাহ অলি, মনি বেগম, রানা মল্লিক, আনিসুর রহমান নিলয়, পাপড়ি রহমান, শাওন আহমেদ, রিয়াজ আহমেদ প্রমুখ। নাটকের পোশাক পরিকল্পনায় জিএম স্পর্শ। সঙ্গীত পরিচালনা করেছেন কামরুজ্জামান লিটন। মঞ্চ ব্যবস্থাপনায় লিটন চৌধুরী, জিল্লুর রহমান জুয়েল, লিমন, প্রমুখ। প্রসঙ্গত, ২০০৯ সালে ৭ মে যাত্রা শুরু করে ঢাকা মৌলিক নাট্যদল। দলটির প্রথম প্রযোজনা ‘বৃত্ত বিপ্রতীপ’ মঞ্চে আসে ২০১৪ বছরের ৩১ অক্টোবর। ইতোমধ্যে নাটকটির ৭টি মঞ্চায়ন হয়েছে। দলের দ্বিতীয় প্রযোজনা ‘অংকুর’ নাটকের চারটি মঞ্চায়ন হয়েছে। দলের প্রথম পথনাটক ‘পাথর’ নাটকের ৭টি এবং দ্বিতীয় পথনাটক প্রযোজনা ‘এই পিরিতি সেই পিরিতি নয়’ নাটকের ৪টি মঞ্চায়ন হয়েছে। এছাড়াও দলের দুটি নাটকের নিয়মিত মহড়া চলছে বলে দল সূত্রে জানা গেছে। নাটক মঞ্চায়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকা-ে অংশ নিয়ে থাকে ঢাকা মৌলিক নাট্যদল। আগামী ৭ মে দলের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যশালা মিলনায়তনে দিনব্যাপী বিশেষ আয়োজন করতে যাচ্ছে দলটি। এ আয়োজনে নাটক মঞ্চায়নের পাশাপাশি সংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য গুণীজন সম্মাননা দেয়া হবে।
×