ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

আদিরাকে কোলে নিয়েই ক্যামিও চরিত্রে রানি

প্রকাশিত: ২০:৪২, ২৪ মে ২০১৬

আদিরাকে কোলে নিয়েই ক্যামিও চরিত্রে রানি

অনলাইন ডেস্ক ॥ বয়স মাত্র পাঁচ মাস। এর মধ্যেই নাকি বড়পর্দায় দেখা যাবে তাকে! সে কে জানেন? এই মুহূর্তে বি-টাউনের সবথেকে বড় সেলেব। রানি মুখোপাধ্যায় এবং আদিত্য চোপড়ার মেয়ে আদিরা। না! এখনও তার কোনও ছবি প্রকাশ্যে আসেনি। কিন্তু বি-টাউনের জোর গুঞ্জন আদিত্যের পরের ছবি ‘বেফিকর’-এ নাকি একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে ছোট্ট আদিরাকে। একটি ক্যামিও চরিত্রে থাকবেন খোদ রানি মুখোপাধ্যায়। মায়ের কোলে চড়ে বাবার পরিচালনা করা ছবিতেই নাকি প্রথম দেখা যাবে এই সেলেব বেবিকে! মুম্বইয়ের একাধিক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর জোর জল্পনা শুরু হয়েছে বলি টাউনে। এমনকী, গেস্ট অ্যাপিয়ারেন্স-এ পামেলা চোপড়াকেও এ ছবিতে অভিনয় করতে দেখা যাবে বলে সূত্রের খবর। ২০১৪-এ ‘মর্দানি’ ছবিতে শেষ বার বড়পর্দায় দেখা গিয়েছিল রানিকে। এর পর বড় ব্রেক নিয়েছেন নায়িকা। আপাতত মেয়েকেই সময় দিতে চান। কিন্তু, প্যারিসে লম্বা ছুটির ফাঁকে সত্যিই কি ‘বেফিকর’-এ কন্যা-সহ দেখা যাবে তাঁকে? উত্তরের অপেক্ষায় বি-টাউন। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×