ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

জয়ার কলকাতায় কাজ নিয়ে তৃণমূল নেত্রীর আপত্তি 

প্রকাশিত: ২১:২০, ১৬ জুলাই ২০২৫

জয়ার কলকাতায় কাজ নিয়ে তৃণমূল নেত্রীর আপত্তি 

সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন। তবে এবার তার অভিনয়কে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক।

তৃণমূল কংগ্রেসের এক নেত্রী প্রকাশ্যে জয়ার অভিনয়ে আপত্তি তুলে বলেছেন, "একজন বিদেশি নাগরিকের এমন প্রভাব টলিউডে কাম্য নয়।"

সম্প্রতি জয়া আহসান অভিনীত একটি নতুন কলকাতার সিনেমা মুক্তি পেয়েছে। তার অভিনয় নিয়ে যেমন প্রশংসা হচ্ছে, তেমনি শুরু হয়েছে সমালোচনা।

তৃণমূলের নেত্রী মৌসুমি দে এক টেলিভিশন টক-শোতে বলেন,"আমাদের রাজ্যের সিনেমা ইন্ডাস্ট্রিতে এতো প্রতিভা থাকা সত্ত্বেও বারবার একজন বাংলাদেশি তারকাকে প্রধান চরিত্রে নেওয়া হচ্ছে। এটা শিল্পী সমাজের প্রতি অবিচার।"

জয়া আহসান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি এ ধরনের বিতর্কে জড়াতে চান না এবং শুধু অভিনয়ের জগতে কাজ করতে চান।

বিশ্লেষকদের মতে, জয়া আহসান দুই বাংলার সাংস্কৃতিক সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি শুধু বাংলাদেশ নয়, ভারতীয় দর্শকদের মাঝেও দারুণ জনপ্রিয়। তার অভিনীত ‘বিসর্জন’,‘বিনি-সুতোয়’ কিংবা ‘দেবী’ ছবিগুলো দুই দেশেই প্রশংসিত হয়েছে।

অনেকে মনে করছেন, এটি কেবল একটি সাংস্কৃতিক বিতর্ক নয়, বরং এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। আগামী বছর পশ্চিমবঙ্গে নির্বাচন সামনে থাকায় কিছু রাজনৈতিক গোষ্ঠী এই ইস্যুতে উত্তেজনা সৃষ্টি করতে চাইছে।

হ্যাপী

×