ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

রাজকে ৫ কারণে ডিভোর্স পরীমণির

প্রকাশিত: ১৯:০১, ২১ সেপ্টেম্বর ২০২৩

রাজকে ৫ কারণে ডিভোর্স পরীমণির

রাজ ও পরীমণি। ছবি: ফেসবুক থেকে

অভিনেত্রী পরীমণির বিচ্ছেদ নিয়ে সরগরম মিডিয়াপাড়ায়। বহু দিন ধরেই স্বামী শরিফুল রাজের থেকে আলাদা ছিলেন তিনি। এত দিন শোনা গিয়েছিল ২০২২ সালে বিয়ে করেছিলেন তারা। তবে ডিভোর্সের খবর ছড়িয়ে পড়তেই উঠে আসছে একের পর এক নতুন তথ্য। কোন পাঁচ কারণে আইনি বিচ্ছেদের নোটিস পাঠাতে বাধ্য হলেন নায়িকা- জেনে নিন

১। দুই জনের মধ্যে একদমই মিল হচ্ছিল না। মনের অমিল ছিল।

২। নায়িকার দাবি, রাজ কোনও খোঁজ খবরই রাখতেন না।

৩। ডিভোর্সের কারণ হিসাবে পরী দেখিয়েছেন, তা হল কোনও বনিবনা ছিল না।

৪। মানসিক অশান্তির সৃষ্টি হয়েছিল।

৫। অন্য নারীদের প্রতি রাজের আসক্তি ছিল।২০২২ সালের জানুয়ারি মাসে প্রকাশ্যে আসে রাজ এবং পরীর সম্পর্কের কথা। পরীর পক্ষে থেকে পাঠানো ডিভোর্সের নোটিস ঘেঁটে দেখা গেছে, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। দুই পরিবারের উপস্থিতিতে ১০১ টাকা দেনমোহরে ঘরোয়া ভাবে বিয়ে সম্পন্ন হয় তাদের। 

বিয়ের ১০ মাসের মাথায়ই পুত্র সন্তানের জন্ম দেন পরী। ছেলে হওয়ার পর থেকে নায়ক এবং নায়িকার মধ্যে শুরু হয় সমস্যা। তাদের দাম্পত্য কলহ আসে প্রকাশ্যে। বুধবার অনেক রাতে আনুষ্ঠানিক ভাবে বিচ্ছেদের কথা ফেসবুকে ঘোষণা করেন নায়িকা।

তিনি লেখেন, আমি তাকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি। 

একই সঙ্গে ছেলের সব দায়িত্ব যে শুধুই তাঁর সে কথাও স্পষ্ট করেন অভিনেত্রী। লেখেন, আমার ছেলের যাবতীয় খরচ অর্থাৎ ভরণপোষণ, আগামীতে পড়াশোনা সব কিছুর দায়িত্ব আমি বহন করব। 
 

 

এসআর

×