ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

বুক কাঁপলো না আপনাদের, মাহির গ্রেপ্তার প্রসঙ্গে পরীমণি

প্রকাশিত: ২০:০১, ১৮ মার্চ ২০২৩

বুক কাঁপলো না আপনাদের, মাহির গ্রেপ্তার প্রসঙ্গে পরীমণি

মাহিয়া মাহি ও পরীমণি।

চিত্রনায়িকা মাহিয়া মাহির গ্রেপ্তার প্রসঙ্গে কথা বলেছেন আরেক নায়িকা পরীমণি। চিত্রনায়িকা পরীমণি সোশ্যাল মিডিয়ায় তার প্রতিক্রিয়া জানান। 

চিত্রনায়িকা পরীমণি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এটা কোনো কথা না ভাই। চুপ করে থাকতে থাকতে কখন যে বোবা হয়ে যাব আমরা! দেখছেন মাহির দিকে। বুক কাঁপলো না আপনাদের!

তিনি আরও লেখেন, একজন অন্তঃসত্ত্বার এই শারীরিক ও মানসিক ধকলের দায়ভার কে নিচ্ছে তাহলে! আইনের এই খেলা বন্ধ হোক।

ইতোমধ্যে প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় জামিন পেয়েছেন মাহি। এদিন (১৮ মার্চ) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫-এর বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন।

এমএম

সম্পর্কিত বিষয়:

monarchmart
monarchmart