
সানজিদা মিলা
ছোট পর্দার অভিনেত্রী সানজিদা মিলা। পুজন মজমুদারের পরিচালনায় যৌথ প্রযোজনায় নির্মিত ‘প্রিয়ারে’ সিনেমায় অভিনয় করেছেন। এতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। মিলা শেষ করেছেন শুদ্ধমান চৈতনের ‘দামপাড়া’ ও ফুয়াদ চৌধুরীর ‘মেঘনা কন্যা’ সিনেমার কাজ। এরই মধ্যে অপূর্ব রানা পরিচালিত ‘জলরং’ সিনেমার ডাবিংয়ের কাজও করেছেন। তবে এতে তিনি নায়িকার ভয়েজ দিয়েছেন শুধু, এমনটাই জানালেন অপূর্ব রানা।
মিলা বলেন, ‘প্রিয়ারে’ আমার অভিনীত প্রথম সিনেমা। এতে আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। কাজটি যথেষ্ট মন দিয়ে করার চেষ্টা করেছি। আমি খুবই আশাবাদী সিনেমাটি নিয়ে। কারণ এতে বাংলাদেশ ও ভারতের কয়েকজন গুণী শিল্পীও অভিনয় করেছেন। এরই মধ্যে সানজিদা মিলা এনায়েত উল্যাহ সৈয়দের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘বসের চেয়ার’-এ অভিনয় করেছেন।
মিলা সবচেয়ে বেশি আলোচনায় আসেন দীপ্ত টিভিতে প্রচারিত ‘মান অভিমান’ ধারাবাহিক নাটকে অভিনয় করে। সানজিদা মিলা নিয়মিত অভিনয় করছেন ধারাবাহিক নাটক ‘কাজল রেখা’, ‘হীরামন’, ‘প্রবাসী পল্লী’তে। পাশাপাশি নিয়মিত খ- নাটকেও অভিনয় করেছেন। মীর সাব্বিরের ‘নোয়াশাল’ ধারাবাহিকে অভিনয়ের পর মিলাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।