
বাঁধন ও তার মেয়ে
প্রথমবারের মতো ‘নারী সাফ চ্যাম্পিয়নশিপ’ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নেপালকে হারিয়ে অনন্য ঐতিহাসিক এ বিজয় ছিনিয়ে আজ দেশে ফিরেছেন বাংলার দামাল মেয়েরা। ছাদখোলা বাসে চড়ে আনন্দ-উল্লাসে ফিরেছেন তারা বীরের বেশে, দেশের পতাকা উড়িয়ে। বিমানবন্দরে রাজসিক সংবর্ধনা পেয়েছেন সাবিনারা।
সেই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে অনেকেই ছুটে গেছেন বিমানবন্দরে। স্বাগত জানিয়েছেন মেয়েদের। করছেন মিছিল, উল্লাসে উদযাপন।
ফেসবুকের গণ্ডি পেরিয়ে মেয়ে সায়রাকে সঙ্গে নিয়ে ছুটে গেলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বুধবার দুপুরে বিমানবন্দরের কাছে কাওলা ওভার বিজ্রে উঠে সাবিনা-কৃষ্ণাদের উষ্ণ অভিনন্দন জানান বাঁধন ও তার মেয়ে।
নারী ফুটবল দলের ঐতিহাসিক এই জয় উদযাপনে থাকা ছবি ফেসবুকেও শেয়ার করেছেন বাঁধন। ক্যাপশনে লেখেন, ‘আমরা এখানে এসেছি উদযাপন করতে। স্বাগতম চ্যাম্পিয়ন’। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।
তিনি বলেন, ‘আমি আমার মেয়েকে নিয়ে এই আনন্দঘন মুহূর্ত দেখতে এসেছি, ওকে প্রেরণাটা চোখের সামনে থেকে দিতে চেয়েছি। সায়রা জীবনে প্রথম এ ধরনের উদযাপন সরাসরি দেখেছে। আমি মনে করি, নারীদের এ সাফল্যে সে উজ্জীবিত হয়ে সেই বিশ্বজয়ের স্বপ্ন দেখতে পারবে। নারীদের এমন বিজয়, এমন আনন্দ উদযাপনে থাকতে পেরে অনেক ভালো লাগছে।’
এমএস