ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অন্তর্জালে ‘শুক্লপক্ষ’

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ০০:০৯, ১৩ আগস্ট ২০২২; আপডেট: ০০:১৩, ১৩ আগস্ট ২০২২

অন্তর্জালে ‘শুক্লপক্ষ’

‘শুক্লপক্ষ’ চলচ্চিত্রের একটি দৃশ্য

চরকিতে মুক্তি পেয়েছে ভিকি জাহেদ পরিচালিত ওয়েব ফিল্ম শুক্লপক্ষতরুণী অপহরণের ঘটনা কেন্দ্রিক সিনেমাটির মূল চরিত্রগুলোর মধ্যে অন্যতম একজন খাইরুল বাসারতিনি বলেন, হিংসা, প্রেম, অসহায়ত্ব, ক্ষমতা আর বর্বরতার এক দারুণ দ্বান্ধিক উপস্থাপন আছে এই গল্পেআমার ধারণা, দর্শক গল্পের প্রতি পৃষ্ঠায় বিস্মিত হবেনএর আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামালতিনি বলেন, অডিয়েন্স হিসেবে যখন শুক্লপক্ষর স্ক্রিপ্ট পড়েছি তখনই কাজ করার আগ্রহ জন্মেছিলভিকি জাহেদের থ্র্রিলার মানেই তো অন্যরকম কিছুউনার কাজ আমার বরাবর ভাল লাগেসেই সঙ্গে আমার কো-আর্টিস্ট যারা ছিলেন তারা সকলেই ক্যারেক্টারগুলোর সঙ্গে জাস্টিস করেছেনসিনেমাতে আমাকে অনেকগুলো লুকে দেখা যাবে

যেটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিলসেই সঙ্গে আমরা একদিন জঙ্গলে শূট করেছিলামসেখানে খুবই ভয়াবহ অবস্থার মধ্যে ছিলামআমার সারা শরীরে পোকার আক্রমণে পুরো নাজেহাল অবস্থা ছিলসবকিছু অনেক কষ্টে সামলে নিয়ে কাজটি করেছিজিয়াউল রোশানেরও এটা প্রথম ওয়েবফিল্মতিনি বলেন, আমার করা এটাই প্রথম ওয়েবফিল্মভিকির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অন্যরকমেরদর্শক ভিকির কাজ দেখার জন্য অপেক্ষা করেসেই সঙ্গে ফিল্মে আমার চরিত্রটা ফুটিয়ে তুলতে তিনি অনেক হেল্প করেছেনভিকি জাহেদ বলেন, আমার অন্যান্য কাজগুলো থেকে শুক্লপক্ষবেশ ভিন্নফিল্মের কাস্টিং যারা আছেন তাদের প্রায় অনেকের সঙ্গে আমার প্রথম কাজএতে রয়েছে তিনটি গানরয়েছে ইমরান-কণা ও সদ্য খান-অবন্তী সিঁথির দ্বৈত দুটি গানআর অজয় রায়ের একটি গানশুক্লপক্ষসিনেমায় অন্যান্য চরিত্রে দেখা যাবে ফারুক আহমেদ, শরীফ সিরাজ, আব্দুল্লাহ সেন্টুসহ আরও অনেককে

 

×