ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

থিয়েটারের নাটক ‘বারামখানা’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩০, ৫ মে ২০২৫

থিয়েটারের নাটক ‘বারামখানা’

লালন সাঁইয়ের জীবন ও দর্শনকে প্রতীকী আঙ্গিকে ‘বারামখানা’ নামের নাটক মঞ্চে এনেছে নাট্যসংগঠন থিয়েটার। ভারতের পশ্চিমবঙ্গের প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মনের মানুষ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে এই নাটক রচনা করেছেন পান্থ শাহরিয়ার। নাটকের নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। থিয়েটারের পরিচালক (সাংগঠনিক) রামেন্দু মজুমদার গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীর নাটক সরণি বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন হবে আগামী বুধবার সন্ধ্যা ৭টায়। লালনের জীবন, সাধনা ও সমসাময়িক লালন চর্চাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকের কাহিনী। থিয়েটার বলছে লালন দর্শনের মূল ছিল ধর্মনিরপেক্ষতা, মানবতাবাদ ও সহিষ্ণুতা, কিন্তু সেই দর্শন কি ধর্ম ও রাজনীতির অশুভ চক্রে পড়ে তার মূল থেকে দূরে সরে যাচ্ছে ? এমন সব প্রশ্নই উঠে এসেছে ‘বারামখানা’ নাটকে।

প্যানেল

×