ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

দগ্ধ অভিনেত্রী শারমিন, পুড়ে গেছে ৩৫ শতাংশ 

প্রকাশিত: ১৬:০০, ২৯ জানুয়ারি ২০২৩

দগ্ধ অভিনেত্রী শারমিন, পুড়ে গেছে ৩৫ শতাংশ 

অভিনেত্রী শারমিন আঁখি।

শুটিং চলাকালীন বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়েছেন অভিনেত্রী শারমিন আঁখি। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন এই অভিনেত্রী। তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।

রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিংয়ে শনিবার (২৮ জানুয়ারি) শারমিন আহত হন বলে জানান তার স্বামী নির্মাতা রাহাত কবির।

তিনি বলেন, ‘সজলের সঙ্গে একটি টেলিফিল্মের শুটিং ছিল মিরপুর সাড়ে এগারোতে। দুপুরের দিকে আঁখি মেকআপ নিয়ে ওয়াশরুমে যান চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে।’ 

রাহাত কবির বলেন, ‘শুটিং হাউজটি সম্পূর্ণ নতুন। এটি এই হাউজের দ্বিতীয় কাজ। পেইন্টিংয়ের স্মেল থেকেও হতে পারে। তবে কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। বিস্ফোরণে বাথরুমের দরজা ভেঙে যায় এবং চিৎকার করে আঁখি বেরিয়ে আসে। ততক্ষণে দুই হাত, পা ও কপালের একাংশ, চুলসহ ৩৫ শতাংশ বার্ন হয়ে যায়।’

এমএইচ

monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ: