ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

কারিগরি শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার নতুন সূচি

প্রকাশিত: ১১:৫৫, ২৪ জুলাই ২০২৫

কারিগরি শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার নতুন সূচি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি (বিএম/বিএমটি) শিক্ষাক্রমের স্থগিত হওয়া পরীক্ষা গ্রহণের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ৩০ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে।

বুধবার (২৩ জুলাই) পরীক্ষার নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- পূর্বে নির্ধারিত সময়সূচি অনুযায়ী, যেসব পরীক্ষা নানা কারণে স্থগিত হয়েছিল, সেগুলো নতুন সূচি অনুযায়ী ৩০ জুলাই থেকে অনুষ্ঠিত হবে। সময়সূচি অনুযায়ী, দ্বাদশ শ্রেণির পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং একাদশ শ্রেণির পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

একাদশ শ্রেণির পরীক্ষার সংশোধিত সময়সূচি অনুযায়ী, ৩০ জুলাই অনুষ্ঠিত হবে ‘অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল (২১৮১৩/১৮১৬)’ এবং ‘কম্পিউটারাইজড একাউন্টিং সিস্টেম-১ (২৩১১৮)’ পরীক্ষা। এরপর ১৪ আগস্ট (শুধু গোপালগঞ্জ জেলার জন্য) নেওয়া হবে ‘ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস-১ (২৩৩১৮)’। ৩ আগস্ট অনুষ্ঠিত হবে ‘ই- বিজনেস (২৩৪১৮)’ পরীক্ষা এবং ৬ আগস্ট হবে ‘ব্যবসায় উদ্যোগ (২৪১)’ পরীক্ষা।

এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষা ৭ থেকে শুরু হয়ে চলবে ১৩ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে বোর্ডে পাঠাতে হবে ১৪-২১ আগস্টের মধ্যে। প্রয়োজনে ছুটির দিনেও ব্যবহারিক পরীক্ষা নেওয়া যাবে বলে জানানো হয়েছে। কারিগরি বোর্ড আরও জানিয়েছে, পূর্বে প্রকাশিত সময়সূচির বিশেষ নির্দেশাবলি ও অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

সানজানা

আরো পড়ুন  

×