ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

শিক্ষা অর্জনের মাধ্যমে ভালাে মানুষ হতে হবে: নিয়তি রাণী কৈরী 

নিজস্ব সংবাদদাতা, দৌলতখান, ভোলা

প্রকাশিত: ১৪:০৬, ২৩ জুলাই ২০২৫

শিক্ষা অর্জনের মাধ্যমে ভালাে মানুষ হতে হবে: নিয়তি রাণী কৈরী 

ভোলার দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়তি রাণী কৈরী বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীর অমৃত সম্ভাবনা হবে। তাই শিক্ষা অর্জনের মাধ্যমে ভালো মানুষ হতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যােগে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রসারের জন্য এ কর্মসূচি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। জ্ঞান অর্জন ও উচ্চশিক্ষা শিহরণে শিক্ষার্থীদের এ আয়োজন উৎসাহ যোগাবে।

এসময় ইউএনও শিক্ষার্থীদের উদ্দেশ্য তথ্যপ্রযুক্তির বিভিন্নদিক তুলে ধরেন। বক্তব্য শেষে, এসএসসি ও এইচএসসি ৩৫ জন মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। উপজেলা হলরুমে আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে জয়নুল আবদীন ল্যাবরেটরি হাইস্কুল-এর সহকারি শিক্ষক জাকির হোসেন মিলনের সঞ্চালনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা:) রকিবুল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার রিনা আক্তার সহ অন্যান্যরা। 

আঁখি

আরো পড়ুন  

×