
ছবি: দৈনিক জনকণ্ঠ।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ 'গ্লোবাল টকস' সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত এইচ. ই. ইউসুফ এস. ওয়াই রমাদান। 'অবর্ণিত বাস্তবতা: প্যালেস্টাইন, মধ্যপ্রাচ্য ও ইসলামী বিশ্ব" শীর্ষক বক্তৃতায় তিনি ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলস্টোন ১৯১৭ সালের বালফোর ঘোষণা, ১৯৪৭ সালের জাতিসংঘের বিভাজন পরিকল্পনা এবং ১৯৪৮ সালের নাকবা-উল্লেখ করে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেন।
রাষ্ট্রদূত প্যালেস্টাইনের ভৌগোলিক গুরুত্ব, গাজার উপকূলবর্তী গ্যাসসম্পদ এবং মুসলিম-খ্রিস্টান-ইহুদি সহাবস্থানের ঐতিহ্য তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, প্যালেস্টাইনের জনগণ মর্যাদা, স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণাধিকারের জন্য যে সংগ্রাম করছে, তা একটি মানবিক ও ন্যায্য অধিকার।
বক্তৃতা শেষে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন, যেখানে শিক্ষক-শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, প্রশাসক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
চলতি বছরব্যাপী ইউল্যাব গ্লোবাল টকস সিরিজে বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন এবং সমসাময়িক বৈশ্বিক ইস্যু নিয়ে সরাসরি সংলাপের সুযোগ সৃষ্টি করবেন।
মিরাজ খান