
পরিবেশ সুরক্ষা, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও উৎসাহিতকরণ, ক্যাম্পাসের সৌন্দর্য ও অক্সিজেনের মাত্রা বৃদ্ধি এবং একটি বাসযোগ্য সবুজ পরিবেশ তৈরিতে বৃক্ষরোপন হতে পারে ইতিবাচক উদ্যোগ তবে সেটা যদি হয় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বরণে তবে তো ব্যতিক্রমধর্মী বলাই চলে৷
তাইতো গতানুগতিকতার বাহিরে ভিন্নধর্মী উদ্যোগের মাধ্যমে গতবছরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরনে ক্যাম্পাসে ব্যক্তি উদ্যোগে বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেয় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যীনাত মিয়া আজিজুল৷ বৃহস্পতিবার (১০ জুলাই) সহপাঠী, অনুজ ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ক্যাম্পসের বিভিন্ন স্থানে প্রায় পনেরোটি ফুল ও ফলের চারা রোপন করে যীনাত৷ এর মধ্যে ছিলো- আতা, পেয়ারা, কাঠাল, কৃষ্ণচূড়া ইত্যাদি৷
এ প্রসঙ্গে শিক্ষার্থী যীনাত মিয়া আজিজুল জানান, ‘দেশপ্রেম ও পরিবেশ রক্ষার চেতনাকে ধারণ করে এবং জুলাই চব্বিশের শহীদদের স্মরনে আমরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আমরা পরিবেশ উন্নয়নে ক্যাম্পাসে সক্রিয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ৷ জুলাই চব্বিশে যাঁরা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষায় প্রাণ দিয়েছেন তাঁদের স্মৃতি যেন হারিয়ে না যায়, সেই চেতনা থেকেই আমরা আজ এই বৃক্ষরোপন লক্ষ সবুজ ক্যাম্পাস গড়ে তোলা।’
পড়াশোনার পাশাপাশি যীনাত ছাত্র রাজনীতির সাথেও সম্পৃক্ত৷ তিনি রাজনীতি নিষিদ্ধ জাবিপ্রবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন৷
রাজু