
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরবেষ্টিত প্রত্যন্ত এলাকার ঐতিহ্যবাহী জনতা উচ্চ বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় ৬৬.৬৭ শতাংশ পাসের হার অর্জন করেছে। প্রতিকূল পরিবেশ, যাতায়াত ব্যবস্থার দুরাবস্থার ও শিক্ষক সংকটের মাঝেও শিক্ষার্থীদের এ অর্জন স্থানীয়ভাবে দৃষ্টান্ত হয়ে উঠেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জনতা উচ্চ বিদ্যালয় থেকে মোট ৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬২ জন উত্তীর্ণ হয়েছে।
পাসকৃত শিক্ষার্থীদের জিপিএ-এ (A) পেয়েছে ৭ জন, এ- (A-) পেয়েছে ৭ জন, বি গ্রেড ১৭ জন, সি গ্রেড ৩০ জন এবং ডি গ্রেডে ১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম বলেন, ‘আমাদের বিদ্যালয়টি দুর্গম হাওরাঞ্চলে অবস্থিত। বর্ষাকালে যাতায়াত একেবারেই কষ্টকর হয়ে পড়ে। তা সত্ত্বেও শিক্ষার্থীরা যে মানের ফল করেছে, তা আমাদের গর্বিত করেছে। আগামীতে আরও ভালো ফলাফল নিশ্চিত করতে আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত অভিভাবক যোগাযোগ ও পাঠ পরিকল্পনা জোরদার করছি।’
বিদ্যালয়ের শিক্ষার্থীদের একাধিক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, ‘জনতা উচ্চ বিদ্যালয় হাওরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি আলোর কেন্দ্র। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সীমাহীন প্রতিবন্ধকতার মাঝেও ধারাবাহিকভাবে ভালো করছে। তবে এখনই সময় বিদ্যালয়ের পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও শিক্ষার আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির দিকে নজর দেওয়ার।’
তাহিরপুর উপজেলার অধিকাংশ বিদ্যালয় নদী ও হাওরনির্ভর এলাকায় অবস্থিত হওয়ায় বিশেষ করে বর্ষাকালে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। এই বাস্তবতায় হাওরাঞ্চলের শিক্ষকদের শ্রম, অভিভাবকদের সহায়তা ও শিক্ষার্থীদের নিষ্ঠা যে ফল এনেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বলে মনে করেন স্থানীয়রা।
রাকিব