
ছবি: সংগৃহীত
বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, সমৃদ্ধ একাডেমিক ঐতিহ্য ও বৈচিত্র্যময় শিক্ষার্থী সংস্কৃতির কারণে দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম শীর্ষ গন্তব্য। ২০২৫ সালে শিক্ষার ধারাবাহিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সঠিক কোর্স নির্বাচন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে যাঁরা ভবিষ্যৎ ক্যারিয়ারে সর্বোচ্চ সুযোগ পেতে চান।
যদি আপনি যুক্তরাজ্যে পড়াশোনার পরিকল্পনা করেন, তাহলে ২০২৫ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন কিছু কোর্সের তালিকা দেখে নিন—
১. বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ
যুক্তরাজ্যে ব্যবসায় শিক্ষা বরাবরই জনপ্রিয়। লন্ডন বিজনেস স্কুল, ওয়ারউইক বিজনেস স্কুল, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারসহ বিশ্বখ্যাত ইনস্টিটিউটগুলোতে পড়াশোনার সুযোগ রয়েছে। এখানে ফিন্যান্স, মার্কেটিং, উদ্যোক্তা উদ্যোগ (Entrepreneurship) ও আন্তর্জাতিক ব্যবসা কৌশল শেখার সুযোগ মেলে।
২. কম্পিউটার সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা
ডিজিটাল অর্থনীতির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে কম্পিউটার সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং ও এআই-ভিত্তিক আধুনিক কোর্সগুলো প্রচুর জনপ্রিয়তা পাচ্ছে।
৩. ইঞ্জিনিয়ারিং (সব শাখা)
ক্যামব্রিজ, শেফিল্ড, বাথসহ শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ইঞ্জিনিয়ারিংয়ের প্রায় সব শাখায় উন্নত গবেষণা সুবিধা ও বাস্তবভিত্তিক প্রকল্পে কাজের সুযোগ রয়েছে।
৪. স্বাস্থ্যসেবা ও নার্সিং
বিশ্বব্যাপী দক্ষ স্বাস্থ্যকর্মীদের চাহিদা বৃদ্ধির কারণে যুক্তরাজ্যে নার্সিং, পাবলিক হেলথ ও অ্যালাইড হেলথ সায়েন্সের মতো কোর্সগুলো বেশ জনপ্রিয়। অধিকাংশ কোর্সে হাসপাতাল বা ক্লিনিকে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ থাকে।
৫. মনোবিজ্ঞান
মানসিক স্বাস্থ্য, থেরাপি ও মানব আচরণ নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে মনোবিজ্ঞানের জনপ্রিয়তা বাড়ছে। ক্লিনিক্যাল, কগনিটিভ ও সোশ্যাল সাইকোলজি নিয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে ব্যাপক সুযোগ।
৬. আইন
যুক্তরাজ্যের আইন ডিগ্রি বিশ্বব্যাপী সম্মানিত। অক্সফোর্ড, কিংস কলেজ লন্ডন, এলএসইসহ শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো থেকে আইন পড়লে বিশ্বব্যাপী ভালো মূল্যায়ন পাওয়া যায়, এমনকি যুক্তরাজ্যের বাইরে আইনি পেশায় কাজ না করলেও।
৭. হসপিটালিটি ও ট্যুরিজম ম্যানেজমেন্ট
যুক্তরাজ্যের সমৃদ্ধ পর্যটন খাতের কারণে হসপিটালিটি ও ট্যুরিজম ম্যানেজমেন্টের কোর্সগুলো অত্যন্ত কার্যকর ও প্রাসঙ্গিক। অধিকাংশ কোর্সে ইন্টার্নশিপের সুযোগ থাকে, যা গতিশীল ও মানুষের সংস্পর্শে থাকা ক্যারিয়ারের জন্য আদর্শ।
৮. ক্রিয়েটিভ আর্টস, মিডিয়া ও ডিজাইন
গ্রাফিক ডিজাইন, ফিল্ম স্টাডিজ, ফ্যাশন ডিজাইন থেকে শুরু করে ফাইন আর্টস—সৃজনশীল শিক্ষায় যুক্তরাজ্য বিশ্বনেতা। এসব ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য রয়েছে সমৃদ্ধ কোর্সের সুযোগ।
সঠিক কোর্স নির্বাচনই আপনার বিদেশে পড়াশোনার যাত্রার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। যুক্তরাজ্যে রয়েছে পড়াশোনার নমনীয়তা, বিশ্বমানের শিক্ষার পরিবেশ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শক্তিশালী সহায়তা ব্যবস্থা।
আবির