ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

জেনে নিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ যেসব পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ১১:৩২, ১০ জুলাই ২০২৫

জেনে নিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ যেসব পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়

বন্যা পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া এ পরীক্ষার নতুন সময়সূচী পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে উল্লেখিত ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, গত ৩ জুন প্রকাশিত সময়সূচী অনুযায়ী অন্যান্য সকল পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণের জন্য অনুরোধ করা হচ্ছে।
 

তাসমিম

×