ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

রমজানের আগেই হতে পারে জাতীয় নির্বাচন: প্রেস সচিব

প্রকাশিত: ০২:২১, ১০ জুলাই ২০২৫

রমজানের আগেই হতে পারে জাতীয় নির্বাচন: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

আগামী রমজানের আগেই অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন—এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের আগেই ভোট অনুষ্ঠিত হতে পারে।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

প্রেস সচিব জানান, নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি আরও বলেন, ডিসি, এসপি, ওসি ও ইউএনও পর্যায়ে কর্মকর্তাদের ঢেলে সাজানো হবে। তবে এই রিশাফল হবে ‘র‌্যান্ডম’ পদ্ধতিতে।

প্রধান উপদেষ্টার স্পষ্ট নির্দেশনা অনুযায়ী, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ঘিরে প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে প্রস্তুত রাখতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

এই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনিক অঙ্গন প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত পেলো, যা আগামী জাতীয় নির্বাচনের সময়কাল ও প্রেক্ষাপট নিয়ে স্পষ্ট বার্তা দেয়।

 

শেখ ফরিদ 

×