ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ফের পাঁচ দফা দাবি সাত কলেজের

প্রকাশিত: ২০:১২, ২৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:১৫, ২৯ জানুয়ারি ২০২৫

ফের পাঁচ দফা দাবি সাত কলেজের

ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ দফা দাবি জানিয়েছেন আহত ঢাকা কলেজের শিক্ষার্থী মো. রাকিব। গত ২৬ তারিখ দিবাগত রাতে নীলক্ষেত এলাকায় সংঘর্ষে আহত হয়েছিলেন ঢাকা কলেজের রসায়ন বিভাগের ৩য় বর্ষের এই শিক্ষার্থী। এছাড়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিন ব্লকে এক সংবাদ সম্মেলন এই ৫ দফা দাবি তুলে ধরেন।

চিকিৎসাধীন রাকিব ও তার সহপাঠীরা ৫ দফা দাবি তুলে ধরেন বলেন,

১. আইন-শৃঙ্খলা অবনতি করে পরিকল্পিতভাবে হামলার দায় সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্পটে হামলার নেতৃত্ব দেওয়া সকলকে স্থায়ীভাবে প্রত্যাহার করতে হবে।

২. যেহেতু প্রো-ভিসি মামুনের অসদাচরণের কারণে এই মব সৃষ্টি হয়, যার ফলে শিক্ষার্থীরা আহত হয়; তাই প্রো-ভিসি মামুনকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। 

৩.পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে যে সকল আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ঊর্ধ্বতন আওয়ামী প্রেতাত্মারা হামলার পরিকল্পনা করে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে। 

৪. যে সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা কার্যক্রম চলমান আছে তাদের শিক্ষা কার্যক্রমে কোন প্রকার সমস্যা যেন না হয় সেই দিকে ইউজিসি এবং সরকারের দৃষ্টি রাখতে হবে।

৫. অতি দ্রুত সময়ের মধ্যে ৭ কলেজের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাঠামো গত রূপরেখা সরকারকে বন্দোবস্ত করতে হবে

আশিক

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার