ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

ঢাবিতে গঠিত হলো রিসার্চ কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং সেল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার 

প্রকাশিত: ১৭:০১, ৩১ জানুয়ারি ২০২৩

ঢাবিতে গঠিত হলো রিসার্চ কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং সেল

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমন্বিতভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা, গবেষণার মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে ‘গবেষণা সমন্বয় এবং মনিটরিং সেল’ গঠন করা হবে। 

এছাড়া এখন থেকে বিভাগ ও ইনস্টিটিউগুলোর সেমিনার লাইব্রেরি সাপ্তাহিক ছুটির দিনে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গেল সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণা সমন্বয় ও মনিটরিং সেল ঢাবির একজন অধ্যাপকের নেতৃত্বে এই সেল পরিচালিত হবে। 

বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত গবেষণা প্রকল্প প্রাপ্তিতে সমন্বয়কের ভূমিকা পালন করবে এটি। 
এছাড়া, গবেষণালব্ধ তথ্যাবলিকে কেন্দ্রীয় তথ্য ভান্ডারে সংরক্ষণ ও সহজলভ্য করতে এই সেল কাজ করবে। গবেষণার ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও দায়িত্ব পালন করবে।

সাপ্তাহিক ছুটির দিনে সেমিনার লাইব্রেরি খোলা রাখার বিষয়ে বলা হয়, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশের ঘাটতি পূরণ এবং শিক্ষা-গবেষণা সংশ্লিষ্ট বিশেষায়িত বিষয়ে পাঠ কার্যক্রমের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

সাপ্তাহিক ছুটির দিনে সেমিনার লাইব্রেরি রক্ষণাবেক্ষণ ও দেখভালের জন্য শিক্ষার্থীদের মধ্য থেকেই স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ে নব-প্রতিষ্ঠিত ‘স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট’ থেকে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের প্রতীকী সম্মানী প্রদান করা হবে। 

 

 এসআর

monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৯
রমজান কবে- তা জানতে চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
নির্ভীক ও আধুনিক সাংবাদিকতার পথিকৃৎ:মোহাম্মদ আতিকউল্লাহ খানের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
মিয়ানমার জান্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
৭ জেলা ও ১৫৯ উপজেলাকে ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী
আজ দেশের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি হতে পারে
স্থায়ী ঠিকানা পেলেন আরও ৪০ হাজার ভূমিহীন-গৃহহীন মানুষ
রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় জাতিসংঘ দূতকে আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
চীনের দেয়া প্রস্তাব ইউক্রেনে যুদ্ধ বন্ধের ভিত্তি হতে পারে: পুতিন